নয়াদিল্লি, 26 এপ্রিল: পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত প্রকাশ সিং বাদলকে শেষশ্রদ্ধা জানাতে আজ বেলা 12টার নাগাদ চণ্ডীগড় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সংবাদ সংস্থা এএনআই-এর তরফে একথা জানানো হয়েছে ৷ উল্লেখ্য, পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে দু’দিনের জাতীয় শোক ঘোষণা করল কেন্দ্রীয় সরকার ৷ রীতি অনুযায়ী এই দু’দিন দেশের সকল সরকারি মন্ত্রক ও দফতরে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় রাখা হবে ৷ কেন্দ্রের সকল বিনোদন অনুষ্ঠান আপাতত বাতিল করা হয়েছে ৷
পাশাপাশি পঞ্জাবে বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করেছে সে রাজ্যের সরকার ৷ আজ সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত তাঁর মরদেহ চণ্ডীগড় সেক্টর 28-এ শিরমণি অকালি দলের প্রধান দফতরে রাখা থাকবে ৷ সেখানেই প্রয়াত এই রাজনীতিবিদকে শেষ শ্রদ্ধা জানাবেন রাজনৈতিক ব্যক্তিত্বরা ৷ বৃহস্পতিবার তাঁর নিজের গ্রামে বেলা 1টার সময় প্রকাশ সিং বাদলের শেষকৃত্য সম্পন্ন হবে ৷
মঙ্গলবার সন্ধ্যেয় মোহালির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাসত্যাগ করেন শিরমণি অকালি দলের অন্যতম এই শীর্ষনেতা তথা পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল ৷ তাঁর প্রয়াণে গতকালই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগওয়ান্ত মন-সহ দেশের প্রথমসারির রাজনীতিকরা শোকপ্রকাশ করেছিলেন ৷ আজ কেন্দ্রের তরফে দু’দিনের জাতীয় শোক পালনের কথা ঘোষণা করা হয়েছে ৷ সব সরকারি বিভাগ ও দফতরে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থা রাখা হবে এই দু’দিন ৷ সরকারের সব বিনোদন কর্মসূচিও বাতিল করা হয়েছে তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের তরফে ৷