পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সুরাতে তৈরি বিশ্বের বৃহত্তম কর্পোরেট অফিস! রবিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি - Surat Diamond Bourse

PM Modi to inaugurate Worlds largest corporate office: বিশ্বের সবচেয়ে বড় কর্পোরেট অফিসটি তৈরি হয়েছে গুজরাতের সুরাতে ৷ এখানে আন্তর্জাতিক স্তরের হিরের ব্যবসা হবে ৷ রবিবার এটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ETV Bharat
সুরাতে বিশ্বের বৃহত্তম কর্পোরেট অফিস

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2023, 11:18 AM IST

Updated : Dec 16, 2023, 11:47 AM IST

সুরাত, 16 ডিসেম্বর: বিশ্বের সবচেয়ে বড় কর্পোরেট অফিসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার গুজরাতের সুরাতে এই উদ্বোধনী অনুষ্ঠানটি হবে ৷ 35.54 একর জমির উপর 3 হাজার 400 কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই 'সুরাত ডায়মন্ড বার্স' ৷ হিরে ব্যবসার আন্তর্জাতিক কেন্দ্র এই কর্পোরেট অফিস ৷ একটি সঙ্গে আরেকটির সঙ্গে যুক্ত এরকম 4 হাজার 500টি অফিস তৈরি হয়েছে এখানে ৷

এই কর্পোরেট অফিসটি আয়তনে পেন্টাগনের থেকেও বড় ৷ ভারতের সবচেয়ে বড় কাস্টমস ক্লিয়ারেন্স হাউজটিও এই কর্পোরেট হাউজের থেকে ছোট ৷ এখানে প্রায় দেড় লক্ষ মানুষের কর্মসংস্থান হবে ৷ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হিরে ক্রেতা-বিক্রেতা, ব্যবসায়ীরা এখানে আসবেন ৷ এই কর্পোরেট অফিসে তাঁরা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পাবেন ৷

এর আগে 80 বছর ধরে পেন্টাগনই বিশ্বের সবচেয়ে বড় অফিস বিল্ডিং ছিল ৷ জুলাই মাসে এমন একটি প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, সুরাত ডায়মন্ড বার্স পেন্টাগনকে ছাপিয়ে গিয়েছে ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, এখানে নানা ধরনের হিরের কেনা-বেচা তো হবেই৷ এছাড়া হিরের গয়নাও পাওয়া যাবে ৷ এটি হিরের কাস্টমস ক্লিরায়েন্স হাউজ হিসেবে কাজ করবে ৷ হিরে আমদানি ও রফতানি হবে এখান থেকে ৷ এছাড়া খুচরো গয়নাও বিক্রি হবে ৷ এমনকী আন্তর্জাতিক ব্যাংকিং এবং সেফ ভল্টের সুবিধেও এখানে পাওয়া যাবে ৷

এই সফরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুরাত বিমানবন্দরে নিউ ইনটিগ্রেটেড টার্মিনাল বিল্ডিংয়ের উদ্বোধন করবেন ৷ বিমানবন্দরটির এই ভবনের মাধ্যমে 1 হাজার 200 জন অন্তর্দেশীয় যাত্রী এবং 600 জন আন্তর্জাতিক যাত্রীর যাতায়াত সম্ভব হবে ৷ এমনকী প্রয়োজনে এই সংখ্যা বাড়তেও পারে ৷ চূড়ান্ত ব্যস্ত সময়ে 3 হাজার যাত্রীরা এখান দিয়ে যাতায়াত করতে পারবেন ৷ বার্ষিক হিসেবে এই সংখ্যা 55 লক্ষ ৷ এই টার্মিনাল বিল্ডিং সুরাত শহরের গেটওয়ে ৷

আরও পড়ুন:

  1. বিহার-উত্তরপ্রদেশে যাদব ভোটব্যাংকের জন্যই কি মধ্যপ্রদেশের মসনদে মোহনকে বসালেন প্রধানমন্ত্রী মোদি !
  2. সুরাত স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত বিহারের পরিযায়ী শ্রমিক
  3. বিলকিস বানো মামলায় অভিযুক্তদের সাজা মুকুবের রেকর্ড চাইল সুপ্রিম কোর্ট
Last Updated : Dec 16, 2023, 11:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details