পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আজ ভার্চুয়াল জি-20 শীর্ষ সম্মেলনের সভাপতিত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, থাকবেন পুতিনও - জি 20 শীর্ষ সম্মেলনের সভাপতিত্বে প্রধানমন্ত্রী

Virtual G-20 Leaders Summit: জি-20 গোষ্ঠীর ভারতের সভাপতিত্বের সময় শেষ হয়ে আসছে ৷ আজ ভার্চুয়াল মাধ্যমে শীর্ষ সম্মেলন হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ৷ ক্রেমলিন সূত্রে খবর, থাকবেন প্রেসিডেন্ট পুতিন ৷

ETV Bharat
ভার্চুয়াল জি 20 শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 10:38 AM IST

নয়াদিল্লি ও মস্কো, 22 নভেম্বর: বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা হাজির হবেন ভার্চুয়াল মাধ্যমে ৷ বুধবার সন্ধ্যায় জি-20 গোষ্ঠীর শীর্ষসম্মেলেন হবে ৷ এই সম্মেলনের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এমনকী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে ৷ সেপ্টেম্বর মাসে ভারতের সভাপতিত্বে দিল্লিতে দু'দিন ব্যাপী জি-20 শীর্ষ সম্মেলন হয়েছিল ৷ তাতে যোগ দেননি পুতিন ৷ চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, ভার্চুয়াল মাধ্যমের এই জি-20 শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন চিনের প্রধানমন্ত্রী লি কিয়াং ৷

তবে, আজ বিকেল 5.30 মিনিটে ভার্চুয়াল মাধ্যমে জি-20 গোষ্ঠীর রাষ্ট্রনেতাদের এই শীর্ষসম্মেলনে থাকবেন ভ্লাদিমির পুতিন, নিশ্চিত করেছে ক্রেমলিন ৷ এছাড়া আফ্রিকান ইউনিয়ন, 9টি অতিথি দেশ এবং 11টি আন্তর্জাতিক সংগঠনের প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷

জি-20 শেরপা অমিতাভ কান্ত সাংবাদিক বৈঠকে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে ভার্চুয়ালি জি-20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ৷ গত 9-10 সেপ্টম্বর নয়াদিল্লিতে জি-20 শীর্ষ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, 22 নভেম্বর ভারতের জি-20 সভাপতিত্বের সময় শেষ হচ্ছে ৷ এদিনই ভার্চুয়াল মাধ্যমে জি-20 শীর্ষ সম্মেলন হবে ৷ আর সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নিজে ৷

আজ এই সম্মেলনে নয়াদিল্লির শীর্ষ সম্মেলনে গৃহীত বিষয়গুলি নিয়ে আলোচনা হবে ৷ শেরপা অমিতাভ কান্ত জানিয়েছেন, 9-10 সেপ্টেম্বর জি-20 শীর্ষ সম্মেলনে নিউ দিল্লি ডিক্লারেশন গ্রহণ করা হয়েছে ৷ আফ্রিকান ইউনিয়নকে জি-20 গোষ্ঠীর অন্তর্ভুক্ত করা হয়েছে ৷ এই সময়ের মধ্যে বিশ্বে নতুন চ্যালেঞ্জও তৈরি হয়েছে ৷ এই ভার্চুয়াল আলোচনায় উন্নয়নই মুখ্য বিষয় ৷ এছাড়া রাষ্ট্র নেতারা তাঁদের চিন্তাভাবনা, সহযোগিতার কথাও তুলে ধরবেন ৷

আরও পড়ুন:

  1. 22 নভেম্বর জি-20 নেতাদের ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করবেন মোদি
  2. জি20 সম্মেলনের পর কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে ভারত
  3. ভারতের কাছে জি20 শীর্ষ সম্মেলন বড় উপলক্ষ্য ছিল, জানালেন হর্ষ বর্ধন শ্রিংলা

ABOUT THE AUTHOR

...view details