নয়াদিল্লি ও মস্কো, 22 নভেম্বর: বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা হাজির হবেন ভার্চুয়াল মাধ্যমে ৷ বুধবার সন্ধ্যায় জি-20 গোষ্ঠীর শীর্ষসম্মেলেন হবে ৷ এই সম্মেলনের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এমনকী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে ৷ সেপ্টেম্বর মাসে ভারতের সভাপতিত্বে দিল্লিতে দু'দিন ব্যাপী জি-20 শীর্ষ সম্মেলন হয়েছিল ৷ তাতে যোগ দেননি পুতিন ৷ চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, ভার্চুয়াল মাধ্যমের এই জি-20 শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন চিনের প্রধানমন্ত্রী লি কিয়াং ৷
তবে, আজ বিকেল 5.30 মিনিটে ভার্চুয়াল মাধ্যমে জি-20 গোষ্ঠীর রাষ্ট্রনেতাদের এই শীর্ষসম্মেলনে থাকবেন ভ্লাদিমির পুতিন, নিশ্চিত করেছে ক্রেমলিন ৷ এছাড়া আফ্রিকান ইউনিয়ন, 9টি অতিথি দেশ এবং 11টি আন্তর্জাতিক সংগঠনের প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷
জি-20 শেরপা অমিতাভ কান্ত সাংবাদিক বৈঠকে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে ভার্চুয়ালি জি-20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ৷ গত 9-10 সেপ্টম্বর নয়াদিল্লিতে জি-20 শীর্ষ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, 22 নভেম্বর ভারতের জি-20 সভাপতিত্বের সময় শেষ হচ্ছে ৷ এদিনই ভার্চুয়াল মাধ্যমে জি-20 শীর্ষ সম্মেলন হবে ৷ আর সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নিজে ৷
আজ এই সম্মেলনে নয়াদিল্লির শীর্ষ সম্মেলনে গৃহীত বিষয়গুলি নিয়ে আলোচনা হবে ৷ শেরপা অমিতাভ কান্ত জানিয়েছেন, 9-10 সেপ্টেম্বর জি-20 শীর্ষ সম্মেলনে নিউ দিল্লি ডিক্লারেশন গ্রহণ করা হয়েছে ৷ আফ্রিকান ইউনিয়নকে জি-20 গোষ্ঠীর অন্তর্ভুক্ত করা হয়েছে ৷ এই সময়ের মধ্যে বিশ্বে নতুন চ্যালেঞ্জও তৈরি হয়েছে ৷ এই ভার্চুয়াল আলোচনায় উন্নয়নই মুখ্য বিষয় ৷ এছাড়া রাষ্ট্র নেতারা তাঁদের চিন্তাভাবনা, সহযোগিতার কথাও তুলে ধরবেন ৷
আরও পড়ুন:
- 22 নভেম্বর জি-20 নেতাদের ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করবেন মোদি
- জি20 সম্মেলনের পর কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে ভারত
- ভারতের কাছে জি20 শীর্ষ সম্মেলন বড় উপলক্ষ্য ছিল, জানালেন হর্ষ বর্ধন শ্রিংলা