পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোভিডে কি বাতিল বোর্ড পরীক্ষা ? শিক্ষামন্ত্রীর সঙ্গে আজ বৈঠকে মোদি - সিবিএসই বোর্ড পরীক্ষা

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ক্রমে বৃদ্ধি পাওয়ায় সিবিএসই বোর্ড পরীক্ষা হবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে ৷ এই নিয়ে আজ জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

PM narendra modi To Discuss with Education Minister over CBSE Board Exams Cancellation demand for covid surge
কোভিডে কি বাতিল সিবিএসই বোর্ড পরীক্ষা ? শিক্ষামন্ত্রীর সঙ্গে আজ বৈঠকে মোদি

By

Published : Apr 14, 2021, 11:56 AM IST

Updated : Apr 14, 2021, 12:12 PM IST

নয়াদিল্লি, 14 এপ্রিল:কোভিডের সংক্রমণ বৃদ্ধির কথা মাথায় রেখে মে মাস থেকে শুরু হওয়া দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের দাবি উঠেছে ৷ এই নিয়ে আলোচনার জন্য বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ দুপুরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি ৷

গত ফেব্রুয়ারি মাসে সিবিএসই ঘোষণা করে যে, এ বছর 4 মে থেকে শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা ৷ সব পরীক্ষা অফলাইন-লিখিত আকারে হবে বলে জানানো হয় ৷ এই ঘোষণা যখন হয়েছিল, তখন দেশে দৈনিক করোনা সংক্রমণ ছিল 15,000-এর আশেপাশে ৷ তবে এপ্রিলের মাঝামাঝি সেই সংখ্যাটাই কয়েক গুণ বেড়ে গিয়েছে ৷ আজও দেশের দৈনিক সংক্রমণ রেকর্ড 1,84,372-তে ছুঁয়েছে ৷ গত 24 ঘণ্টায় করোনায় প্রাণ গিয়েছে আরও 1,027 জনের ৷

এই পরিস্থিতিতে ছাত্রদের মধ্যে কোভিডের সংক্রমণ যাতে ছড়িয়ে না-পড়ে, সে জন্য বোর্ড পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেস নেতা রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি-সহ আরও অনেকে ৷ কেজরি বলেছেন, "শহরের 6 লাখ ছাত্রছাত্রী বোর্ড পরীক্ষায় বসবে ৷ ডিউটি থাকবে এক লাখ শিক্ষকের ৷ বোর্ডের পরীক্ষা হলে তার থেকে সাংঘাতিক হারে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে ৷ মূল্যায়ণের বিকল্প রাস্তা ভাবতে হবে ৷ হয় অনলাইন পরীক্ষা নয়তো অন্তর্বর্তী মূল্যায়ণের মাধ্যমে ছাত্রছাত্রীদের পাশ করানো উচিত ৷ বোর্ডের পরীক্ষা বাতিল হওয়া উচিত ৷"

আরও পড়ুন:দেশে দৈনিক সংক্রমণ পৌঁছল রেকর্ড 1.84 লাখে, করোনা লাফিয়ে বাড়ছে বঙ্গেও

একই সুরে রাহুল গান্ধিও বলেন, "করোনার দ্বিতীয় ঢেউ যে ভাবে আছড়ে পড়েছে, এই অবস্থায় সিবিএসই পরীক্ষা নেওয়ার বিষয়টি আরও একবার খতিয়ে দেখা দরকার ৷ বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সব স্টেকহোল্ডারদের এটা ভেবে দেখা উচিত ৷ সরকার আর কীভাবে দেশের যুব সম্প্রদায়কে নিয়ে খেলতে চাইছে ?"

Last Updated : Apr 14, 2021, 12:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details