নয়াদিল্লি, 16 জুন: ভিভাটেক অনুষ্ঠানের পঞ্চম অধ্যায়ে বুধবার বিশেষ বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ বিকেল 4 টেয় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানটি করবেন তিনি । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেস সহ ইউরোপের দেশগুলির সাংসদ এবং অন্যান্য রাষ্ট্রনেতারা ।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন বহুজাতিক সংস্থার কর্তা ব্যক্তিরা । উপস্থিত থাকবেন অ্যাপেলের সিইও টিম কুক, ফেসবুকের চেয়ারম্যান এবং সিইও মার্ক জুকেরবার্গ-সহ অন্যান্যরা । পিএমও তরফে জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিভাটেক ২০২১-এর মাধ্যমে অনুষ্ঠানের প্রধান অতিথিদের বার্তা দেবেন । এই অনুষ্ঠানের বিষয় জানিয়ে তিনি একটি টুইটও করেন । অনুষ্ঠানে বিশ্ব প্রযুক্তি সম্পর্কে ভারতের পদক্ষেপের কথাও জানাবেন প্রধানমন্ত্রী ।