পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Water Metro in Kerala: কেরলে দেশের প্রথম ওয়াটার মেট্রো, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী - ওয়াটার মেট্রো

দেশের মধ্যে কেরলের কোচিতে প্রথম চালু হতে চলেছে ওয়াটার মেট্রো ৷ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে হবে তার উদ্বোধন ৷

Water Metro in Kerala
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওয়াটার মেট্রো উদ্বোধন

By

Published : Apr 23, 2023, 2:58 PM IST

নয়াদিল্লি, 23 এপ্রিল: দেশে প্রথম শুরু হতে চলেছে ওয়াটার মেট্রো ৷ কেরল সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 25 এপ্রিল এই ওয়াটার মেট্রোর উদ্বোধন করবেন ৷ কোচিতে চালু হবে এই ওয়াটার মেট্রো ৷ কেরলের শহরগুলিতে এক প্রান্ত থেকে ওপর প্রান্তে যেতে এবং বসবাসের স্বাচ্ছন্দ্য বাড়ানোর ক্ষেত্রে সরকারি উদ্যোগে চালু হতে চলেছে জলের মধ্যে মেট্রো ৷ এমনটাই রবিবার জানিয়েছেন সরকারি আধিকারিকরা ৷ ওয়াটার মেট্রো হল একটি অনন্য শহুরে গণপরিবহণ ব্যবস্থা ৷ যাতে চেপে মানুষজন মেট্রো রেলের মতোই অভিজ্ঞতা পাবে এবং যাতায়াত ব্যবস্থা আরও সহজ হয়ে উঠবে । কোচির মতো শহরে এটি খুবই উপযোগী ।

ওয়াটার মেট্রো

আধিকারিকরা জানাচ্ছেন, মোদি সরকার পরিবহণের কাঠামোগত উন্নয়ন করে যোগাযোগ ব্যবস্থাকে আরও দৃঢ় ও সহজলভ্য করে তুলছে । তার একটি প্রধান উদাহরণ হল দেশে মেট্রো রেলের সম্প্রসারণ । আধিকারিকরা মেট্রোর বিভিন্ন রূপের মধ্যে দিয়ে পার্থক্যগুলি আরও বিশদে বুঝিয়েছেন । তারা জানিয়েছেন, মেট্রো লাইট হল একটি কম খরচের ম্যাস র‍্যাপিড ট্রানজিট সিস্টেম ৷

দেশের প্রথম ওয়াটার মেট্রো পাচ্ছে কেরল

যা প্রচলিত মেট্রো সিস্টেমের মতোই একই অভিজ্ঞতা এবং আরাম, সুবিধা, নিরাপত্তা, সময়ানুবর্তিতা, নির্ভরযোগ্যতা এবং পরিবেশবান্ধবের পরিপ্রেক্ষিতে ভ্রমণের স্বাচ্ছন্দ্য দেবে ৷ তারা আরও জানিয়েছেন, এটি দিনের ব্যস্ততম সময়ে 15 হাজার পর্যন্ত যাত্রী নিয়ে শহর এবং ছোট শহরগুলির এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাবে ৷ এর জেরে কম খরচে তারা যাতায়াত করতে পারবে খুব তাড়াতাড়ি ।

কোচিতে প্রথম চালু হতে চলেছে ওয়াটার মেট্রো

মেট্রো লাইট অন্যান্য প্রচলিত মেট্রো সিস্টেমের থেকে 40 শতাংশ কম খরচে তৈরি হয় । এটি জম্মু, শ্রীনগর এবং গোরখপুরের মতো শহরে চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে ৷ মেট্রো নিও-তে ওভারহেড ট্র্যাকশন সিস্টেমের মাধ্যমে চালিত রাবার টায়ার্ড বৈদ্যুতিক কোচ রয়েছে ৷ যা জলে চললেও মেট্রোরেলের মতোই অভিজ্ঞতা দেবে ৷

ওয়াটার মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এছাড়াও, মহারাষ্ট্রের নাসিকে মেট্রো নিও চালুর পরিকল্পনা করা হচ্ছে । মেট্রো নিও একটি বৈদ্যুতিক বাস-ট্রলির মতো এবং 8 হাজার পিক আওয়ার পিক ডিরেকশন ট্র্যাফিকের রাইডারশিপকে পূরণ করতে পারে । এটির জন্য একটি স্ট্যান্ডার্ড গেজ ট্র্যাকের প্রয়োজন নেই ।

আরও পড়ুন:প্রাণনাশের হুমকিতেও কেরল সফরে মোদি, যাচ্ছেন সোমবারই

ABOUT THE AUTHOR

...view details