নয়াদিল্লি, 15 অক্টোবর : বিজয়া দশমী বা দশেরার শুভলগ্নে (Vijayadashami) 7টি প্রতিরক্ষা কোম্পানি (Defence Company) দেশকে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ এই সংস্থাগুলি দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করবে ৷ আরও আত্মনির্ভরশীল করে তুলবে ৷ জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ অনুষ্ঠানটি হবে বেলা 12 টা 10 মিনিট নাগাদ ৷ থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷
গতকালই একটি টুইট করেন প্রধানমন্ত্রী ৷ তিনি লেখেন, "আগামি কাল, 15 অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে 7টি নতুন ডিফেন্স কোম্পানি দেশের জন্যে সমর্পিত করা হবে ৷ আমরা আত্মনির্ভর ভারত গড়তে চাই ৷ এটা তার অংশ হিসেবে প্রতিরক্ষা বিভাগকে আরও আধুনিক করার একটা প্রচেষ্টা ৷" মোদি পিএমও (Prime Minister's Office) থেকে এ বিষয়ে প্রকাশিত একটি বিবৃতির লিঙ্কও পোস্ট করেছেন তাঁর টুইটে ৷
বিবৃতিতে জানানো হয়েছে, 15 অক্টোবর, বিজয়া দশমীতে প্রতিরক্ষা মন্ত্রকের (Defence Ministry) আয়োজিত একটি অনুষ্ঠানে আনুমানিক 12.10 মিনিট ভিডিয়োর মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) বক্তৃতা দেবেন ৷ সেখানে তিনি দেশকে 7টি নতুন প্রতিরক্ষা কোম্পানি (Defence Company) উপহার দেবেন ৷ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী (Defence Minister), প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী (MoS Defence) এবং প্রতিরক্ষা শিল্পের (Defence industry) সঙ্গে জড়িত অন্যরা ৷