পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Narendra Modi : বিজয়া দশমীতে প্রধানমন্ত্রীর উপহার, দেশ পাবে 7টি নতুন প্রতিরক্ষা সংস্থা - 15 অক্টোবর

অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড থাকবে না, কিন্তু তাকে 7টি নতুন প্রতিরক্ষা কোম্পানিতে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ এই কোম্পানিগুলি 100% সরকারি মালিকানাভুক্ত হবে ৷ আজ বিজয়া দশমীতে দেশের উদ্দেশে ভাষণে এ কথা জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

By

Published : Oct 15, 2021, 7:35 AM IST

নয়াদিল্লি, 15 অক্টোবর : বিজয়া দশমী বা দশেরার শুভলগ্নে (Vijayadashami) 7টি প্রতিরক্ষা কোম্পানি (Defence Company) দেশকে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ এই সংস্থাগুলি দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করবে ৷ আরও আত্মনির্ভরশীল করে তুলবে ৷ জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ অনুষ্ঠানটি হবে বেলা 12 টা 10 মিনিট নাগাদ ৷ থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷

গতকালই একটি টুইট করেন প্রধানমন্ত্রী ৷ তিনি লেখেন, "আগামি কাল, 15 অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে 7টি নতুন ডিফেন্স কোম্পানি দেশের জন্যে সমর্পিত করা হবে ৷ আমরা আত্মনির্ভর ভারত গড়তে চাই ৷ এটা তার অংশ হিসেবে প্রতিরক্ষা বিভাগকে আরও আধুনিক করার একটা প্রচেষ্টা ৷" মোদি পিএমও (Prime Minister's Office) থেকে এ বিষয়ে প্রকাশিত একটি বিবৃতির লিঙ্কও পোস্ট করেছেন তাঁর টুইটে ৷

বিবৃতিতে জানানো হয়েছে, 15 অক্টোবর, বিজয়া দশমীতে প্রতিরক্ষা মন্ত্রকের (Defence Ministry) আয়োজিত একটি অনুষ্ঠানে আনুমানিক 12.10 মিনিট ভিডিয়োর মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) বক্তৃতা দেবেন ৷ সেখানে তিনি দেশকে 7টি নতুন প্রতিরক্ষা কোম্পানি (Defence Company) উপহার দেবেন ৷ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী (Defence Minister), প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী (MoS Defence) এবং প্রতিরক্ষা শিল্পের (Defence industry) সঙ্গে জড়িত অন্যরা ৷

প্রধানমন্ত্রীর অফিস থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি

আরও পড়ুন : PM GatiShakti : একুশ শতকের ভারতকে গতিশক্তি দেবে এই মাস্টার প্ল্যান, বার্তা মোদির

কেন্দ্রীয় সরকার 'অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড'-কে (Ordnance Factory Board) সরকারি দফতর থেকে পুরোপুরি 7টি 100% সরকারের মালিকানাভুক্ত কর্পোরেট কোম্পানিতে (Government owned corporate entities) রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে ৷ দেশের প্রতিরক্ষা বিভাগকে স্বনির্ভর ও উন্নত করতে এটা একটা পদক্ষেপ ৷ এতে স্বায়ত্তশাসনের অধিকার, দক্ষতার বিস্তার ঘটবে ৷ নতুন সম্ভাবনা এবং উদ্ভাবনী ক্ষমতা তৈরি হবে ৷

7টি নতুন প্রতিরক্ষা সংস্থার নাম:

  1. 'মিউনিশনস ইন্ডিয়া লিমিটেড' (Munitions India Limited (MIL)
  2. 'আরমার্ড ভেহিকলস নিগম লিমিটেড' (Armoured Vehicles Nigam Limited, AVANI)
  3. 'অ্যাডভান্সড উইপনস অ্যান্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেড' (Advanced Weapons and Equipment India Limited, AWE India)
  4. 'ট্রুপ কমফর্টস লিমিটেড' (Troop Comforts Limited, TCL)
  5. 'যন্ত্র ইন্ডিয়া লিমিটেড' (Yantra India Limited, YIL)
  6. 'ইন্ডিয়া অপটেল লিমিটেড' (India Optel Limited, IOL)
  7. 'গ্লাইডার্স ইন্ডিয়া লিমিটেড' (Gliders India Limited, GIL)

ABOUT THE AUTHOR

...view details