নয়াদিল্লি, 30 জুন : বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের বৈঠক হওয়ার কথা ৷ সংবাদ সংস্থা পিটিআই এর তরফে এমনটাই জানানো হয়েছে ৷ যে বৈঠকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে ৷ সেই সঙ্গে বেশ কয়েকটি মন্ত্রকের কাজের মূল্যায়ন হতে পারে বলে জানানো হয়েছে ৷ বুধবার সন্ধ্যায় ভার্চুয়ালি এই বৈঠক হবে বলে খবর ৷
ওই সূত্রের তরফে জানানো হয়েছে, সড়ক এবং পরিবহণ মন্ত্রকের কাজের মূল্যায়ন হবে ওই বৈঠকে ৷ সেই সঙ্গে অসামরিক বিমান এবং টেলিকম মন্ত্রকের কাজের মূল্যায়ন হতে পারে বুধবারের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের বৈঠকে ৷ দেশের করোনা পরিস্থিতি এবং সুরক্ষা ব্যবস্থা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করতে পারেন প্রধানমন্ত্রী ৷ মন্ত্রিপরিষদের এই বৈঠকের আগে, গত সপ্তাহে প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভার সদস্য এবং রাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি বৈঠক করেছিলেন ৷ যেখানে সকল পূর্ণ এবং দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের থেকে তাঁদের মন্ত্রকের কাজের খতিয়ান নেন মোদি ৷ সেই বৈঠকের এক সপ্তাহের মাথায় মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷