পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Narendra Modi: জয়ের পর ধন্যবাদ জানিয়ে গুজরাতের জনশক্তিকে প্রণাম মোদির - গুজরাত বিধানসভা

গুজরাতের 80 শতাংশ আসনে জিতে (Gujarat Assembly Election Result 2022) ক্ষমতা ধরে রাখার পর টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ৷ বিজেপিকে (BJP) জেতানোর জন্য ধন্যবাদ জানালেন গুজরাতের ভোটারদের ৷ পাশাপাশি কার্যকর্তাদের বললেন, ‘চ্যাম্পিয়ন ৷’

PM Narendra Modi Thanks People of Gujarat after Landslide win in Assembly Polls 2022
Narendra Modi: জয়ের পর ধন্যবাদ জানিয়ে গুজরাতের জনশক্তিকে প্রণাম মোদির

By

Published : Dec 8, 2022, 6:54 PM IST

কলকাতা, 8 ডিসেম্বর: গুজরাতে গেরুয়া ঝড় (Gujarat Assembly Election Result 2022) ৷ 80 শতাংশ আসনে জয়ী বিজেপি (BJP) ৷ উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ বৃহস্পতিবার বিকেলে টুইট করে তিনি ধন্যবাদ দিলেন গুজরাতে বাসিন্দাদের ৷ পাশাপাশি প্রশংসা করলেন বিজেপির ‘চ্যাম্পিয়ন‘ কার্যকর্তাদেরও ৷

গুজরাত বিধানসভায় (Gujarat Assembly) আসন সংখ্যা 182 ৷ 92টি আসনে জিতলেই সরকার গড়ার ছাড়পত্র পাওয়া যায় ৷ কিন্তু এবার বিজেপি জিতেছে 156টি আসনে ৷ যা মোট আসনের প্রায় 80 শতাংশ ৷ নিজের রাজ্যে বিজেপির এই জয়ে স্বাভাবিক ভাবেই খুশি প্রধানমন্ত্রী ৷

বৃহস্পতিবার বিকেলে তিনি এই নিয়ে দু’টি টুইট করেন ৷ প্রথম টুইটে (Tweet) প্রধানমন্ত্রী লেখেন, ‘‘ধন্যবাদ গুজরাত । অভূতপূর্ব নির্বাচনী ফলাফল দেখে আমি অনেক আবেগ তাড়িত হয়ে পড়েছি । জনগণ উন্নয়নের রাজনীতিকে আশীর্বাদ করেছেন এবং একই সঙ্গে তাঁরা এর গতিবৃদ্ধির পক্ষে আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন । আমি গুজরাতের জনশক্তিকে প্রণাম করি ।’’

দ্বিতীয় টুইটে তিনি প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন গুজরাতে বিজেপির কার্যকর্তাদের সম্পর্কে ৷ তিনি লেখেন, ‘‘গুজরাতের সব পরিশ্রমী কার্যকর্তাদের আমি বলতে চাই - আপনারা প্রত্যেকেই একজন চ্যাম্পিয়ন ! এই ঐতিহাসিক জয় আমাদের কার্যকর্তাদের কঠোর পরিশ্রম ছাড়া কখনোই সম্ভব হতো না । তাঁরাই আমাদের দলের প্রকৃত শক্তি ৷’’

গুজরাতে জিতলেও হিমাচল প্রদেশে এবার ক্ষমতা হাতছাড়া হয়েছে বিজেপির ৷ কিন্তু হারের পরও সেখানকার বিজেপি কার্যকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, ‘‘আমি বিজেপির প্রতি স্নেহ ও সমর্থনের জন্য হিমাচল প্রদেশের জনগণকে ধন্যবাদ জানাই । আমরা রাজ্যের আশা-আকাঙ্খা পূরণে কাজ করে যাব এবং আগামী দিনে জনগণের সমস্যা তুলে ধরব ।’’

আরও পড়ুন:উত্তর গুজরাতের শক্তঘাঁটিতেও গেরুয়া ঝড়ে ধরাশায়ী কংগ্রেস

ABOUT THE AUTHOR

...view details