নয়া দিল্লি, 13 জুন : জি7 শীর্ষ বৈঠকে (47th G7 summit) অতিথি দেশগুলিতে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ ভারতকে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামাল দিতে সাহায্য করার জন্য তিনি এই ধন্যবাদ জ্ঞাপন করেন ৷ পাশাপাশি এবারের বৈঠকে আগামীতে প্যানডেমিকের বিরুদ্ধে লড়ার জন্য সার্বিক স্বাস্থ্য পরিকাঠামোর উপর যত্নবান হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এবারের জি7 শীর্ষ বৈঠকের শিরোনাম ঠিক করা হয় 'বিল্ডিং ব্যাক স্ট্রংগার-হেলথ' ৷
গত জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ভারতে করোনায় 2 লক্ষেরও বেশি লোক মারা গিয়েছেন ৷ এই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মতো বেশ কয়েকটি দেশের কাছ থেকে অক্সিজেন সিলিন্ডার এবং রেগুলেটর-সহ বিভিন্ন সহায়তা পেয়েছিল । ভারত সরকারের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, ভ্যাকসিন উৎপাদনের জন্য কাঁচামাল চেয়ে সাহায্য চাইলে প্রধানমন্ত্রী মোদি যথেষ্ট সমর্থন পেয়েছেন ।