পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'বাকস্বাধীনতা'-'ভীতিপ্রদর্শন' ! আপনি কি বাংলার কথা বলছেন ? ডেরেককে খোঁচা মোদির - tmc mp Derek O'Brien

বাজেট অধিবেশনের শুরু থেকেই বিরোধীদের উপর আক্রমণ শানাতে থাকেন প্রধানমন্ত্রী ৷

modi
modi

By

Published : Feb 8, 2021, 2:33 PM IST

দিল্লি, 8 ফেব্রুয়ারি : কৃষক আন্দোলন ইশুতে রাজ্যসভায় ডেরেক ও ব্রায়েনের বক্তব্য নিয়ে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ রাজ্যসভায় তিনি বলেন, ডেরেক নিজের বক্তব্যে 'বাকস্বাধীনতা', 'ভীতিপ্রদর্শন'-এর মতো যেসব শব্দের প্রয়োগ করেছেন তা পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থার সঙ্গে বেশ মানানসই ৷

আজ বাজেট অধিবেশনের শুরু থেকেই বিরোধীদের উপর আক্রমণ শানাতে থাকেন প্রধানমন্ত্রী ৷ বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ নিয়ে অনেক প্রশ্ন উঠছে ৷ বিরোধীদের সব বিষয়ে বিরোধিতা না করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী ৷ তাঁর কথায়, "সব বিষয়ে বিরোধিতা না করাই উচিত ৷"

এই কথার রেশ ধরে প্রধানমন্ত্রী বলেন, আমি ডেরেকজির বক্তব্য শুনছিলাম ৷ 'বাকস্বাধীনতা', 'ভীতিপ্রদর্শন'-এর মতো বড় বড় শব্দের প্রয়োগ করছিলেন উনি ৷ কিন্তু এই শব্দগুলি শুনে বুঝতে পারছিলাম না উনি দেশের কথা বলতে চাইছেন নাকি বাংলার কথা ?" কটাক্ষের সুরে তিনি বলেন, "আসলে 24 ঘণ্টা এগুলিই দেখেন এবং শোনেন তাই ভুল করে হয়ত কথাগুলি বলে ফেলেছেন ৷"

রাজ্যসভায় ডেরেককে খোঁচা মোদির

আরও পড়ুন : বাংলায় রাজনীতি না হলে কিষাণ সম্মাননিধির লাভ পেতেন কৃষকরা : প্রধানমন্ত্রী

এছাড়া পিএম কিষান সম্মাননিধি প্রকল্প চালু না হওয়ায় রাজ্য সরকারকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "বাংলায় রাজনীতি না হলে আজ পশ্চিমবঙ্গের লাখ লাখ কৃষক সম্মাননিধি প্রকল্পের সুবিধা ভোগ করতে পারতেন ৷ কিন্তু, পশ্চিমবঙ্গ সরকারের রাজনীতির জন্যই এখনও কিষান সম্মাননিধির সুবিধা থেকে বঞ্চিত রাজ্যের কৃষকরা ৷"

ABOUT THE AUTHOR

...view details