পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Narendra Modi: অনাস্থা প্রস্তাবের মাধ্যমে নিজেদের মধ্যে আস্থা খুঁজছে বিরোধীরা, কটাক্ষ মোদির

PM Narendra Modi on No-Confidence Motion: অনাস্থা প্রস্তাব নিয়ে বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর দাবি, বিরোধীদের দেখতে চায় তাদের নিজেদের মধ্যে আস্থা আছে কি না !

PM Narendra Modi
PM Narendra Modi

By

Published : Aug 8, 2023, 2:51 PM IST

নয়াদিল্লি, 8 অগস্ট: অনাস্থা প্রস্তাব নিয়ে মঙ্গলবার থেকে লোকসভায় আলোচনা শুরু হয়েছে ৷ কিন্তু বিরোধীদের আনা এই প্রস্তাবকে অনাস্থা হিসেবে দেখছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বরং তাঁর মতে, বিরোধী দলগুলি এই প্রস্তাব এনে দেখে নিতে চায় আসলে তাদের নিজেদের মধ্যে কতটা আস্থা রয়েছে ৷ কারণ, বিভিন্ন রাজ্যগুলিতে এই দলগুলিই নিজেদের মধ্য়েই লড়াই করছে ৷

মঙ্গলবার নয়াদিল্লিতে বিজেপির সংসদীয় দলের বৈঠক হয় ৷ সেই বৈঠকেই প্রধানমন্ত্রী এই কথা বলেন ৷ সেখানে তিনি বিরোধীদের এই জোটকে ‘অহঙ্কারী’ বলেও কটাক্ষ করেছেন ৷ বিজেপির একটি সূত্র থেকে অন্তত এমনটাই জানা গিয়েছে ৷ ওই সূত্র আরও জানিয়েছে যে রাজ্যসভায় দিল্লি বিল পাস হওয়ায় তিনি দলের সাংসদদের অভিনন্দন জানিয়েছেন ৷

দিল্লি বিলকে আটকাতে বিরোধীরা অনেক চেষ্টা করেছিল ৷ বিভিন্ন রাজ্যে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই বিল আটকানোর লড়াইয়ে তাঁদের পাশে দাঁড়ানোর আবেদন করেছিলেন ৷ তিনি এই লড়াইকে লোকসভার সেমিফাইনাল বলে উল্লেখ করেছিলেন ৷ পরে বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট এই বিলের বিরুদ্ধে একজোট হয়ে লোকসভা ও রাজ্যসভায় লড়াই করেছে ৷ তার পরও 131-101 ভোটে বিল পাস করিয়ে নিয়েছে সরকারপক্ষ ৷ সেই কারণেই এই নিয়ে আলাদা করে প্রধানমন্ত্রী সাংসদদের অভিনন্দন জানিয়েছেন ৷

বিজেপির ওই সূত্র জানাচ্ছে যে এ দিন অনাস্থা প্রস্তাব প্রসঙ্গে সাংসদদের মোদি জানিয়েছেন, 2024 সালের লোকসভা নির্বাচনের আগে শেষ বলে ছয় মেরে সকলকে দেখিয়ে দিতে ৷ কারণ, লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার দরুণ এই অনাস্থা প্রস্তাবে বিজেপির হারের কোনও আশঙ্কাই নেই ৷ তাই তিনি আরও একবার 2018 সালে তাঁর করা মন্তব্যের কথা মনে করিয়ে দেন সতীর্থদের ৷ যেখানে তিনি বিরোধীদের 2023 সালে আরও একবার অনাস্থা প্রস্তাব আনার কথা বলেছিলেন ৷

আরও পড়ুন:ক্ষমতার লোভে হাত ধরাধরি করেছে, তৃণমূল ও সিপিএমকে খোঁচা শাহের

এ দিন দলের সাংসদদের সামনে তিনি আরও একবার বিরোধীদের দুর্নীতি, পরিবারতান্ত্রিক রাজনীতি নিয়ে সরব হয়েছেন ৷ দুর্নীতি, পরিবারতন্ত্র ও তোষণের রাজনীতির ভারত ছাড়ো স্লোগানও তুলেছেন ৷ এছাড়া এ দিন রাজ্যসভার সাংসদ তথা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলপ্রকল্পগুলি নিয়ে কিছু বিষয় উপস্থাপিত করেন ৷ সেই নিয়ে প্রধানমন্ত্রী মোদি সাংসদদের জানান, তাঁর প্রধানমন্ত্রিত্বের তৃতীয় দফায় সব প্রকল্প শেষ হবে ৷ তাই এখনই সাংসদরা যাতে এখনও রেলপ্রকল্প শেষ করানোর জন্য হইচই না করেন ৷

ABOUT THE AUTHOR

...view details