নয়াদিল্লি, 19 সেপ্টেম্বর: পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে শেষবার ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে বারবার উঠে এল নতুন ভারতের কথা ৷ আগামীতে ভারতের লক্ষ্যের কথা ৷ পাশাপাশি সংসদের দুই কক্ষ ও সেন্ট্রাল হলে কী কী বিল পাশ হয়েছে, সেই বিষয়ও উল্লেখ করলেন তিনি ৷ সেই তালিকায় তিন তালাক রদে আইন তৈরি থেকে সংবিধানের ধারা 370 এর অবলুপ্তির প্রসঙ্গও তুললেন তিনি ৷ শাহ বানো মামলার প্রসঙ্গ টেনে কৌশলে খোঁচা দিলেন কংগ্রেসকেও ৷
সোমবার থেকে সংসদে শুরু হয়েছে বিশেষ অধিবেশন ৷ প্রথমদিন সংসদের পুরনো ভবনে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন বসে ৷ সেটাই ছিল পুরনো সংসদ ভবনে বসা শেষ অধিবেশন ৷ আজ, মঙ্গলবার থেকে নতুন সংসদ ভবনে বসবে উচ্চ ও নিম্নকক্ষের অধিবেশন ৷ তার আগে সংসদের পুরনো ভবনের সেন্ট্রাল হলে বিশেষ অনুষ্ঠান হয় ৷ সেই অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী পুরনো ভবন থেকে নতুন ভবনে স্থানান্তরিত হওয়ার বিষয়কে নতুন ভবিষ্যতের সূচনা বলে উল্লেখ করেন ৷ প্রধানমন্ত্রী মোদি বলেন, "আজ, আমরা নতুন সংসদ ভবনে একটি নতুন ভবিষ্যতের সূচনা করতে যাচ্ছি । আজ, আমরা একটি উন্নত ভারতের সংকল্প পূরণ করার দৃঢ় সংকল্প নিয়ে নতুন ভবনে যাচ্ছি ।"