পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Narendra Modi: নয়া সংসদে ভবনেই ভারতের নতুন ভবিষ্যতের সূচনা হবে, সেন্ট্রাল হলে বললেন প্রধানমন্ত্রী মোদি - মোদির মুখে সংসদের ‘সাফল্যের’ কথা

PM Narendra Modi's Speech at Central Hall: মঙ্গলবার নতুন সংসদ ভবনে শুরু হতে চলেছে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন ৷ তার আগে পুরনো ভবনের সেন্ট্রাল হলে বিশেষ অনুষ্ঠান ৷ সেখানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদের সাফল্যের কথা তুলে ধরেন ৷ দেশের সাফল্যের কথা তুলে ধরেন ৷

PM Narendra Modi
PM Narendra Modi

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 12:16 PM IST

Updated : Sep 19, 2023, 12:44 PM IST

নয়াদিল্লি, 19 সেপ্টেম্বর: পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে শেষবার ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে বারবার উঠে এল নতুন ভারতের কথা ৷ আগামীতে ভারতের লক্ষ্যের কথা ৷ পাশাপাশি সংসদের দুই কক্ষ ও সেন্ট্রাল হলে কী কী বিল পাশ হয়েছে, সেই বিষয়ও উল্লেখ করলেন তিনি ৷ সেই তালিকায় তিন তালাক রদে আইন তৈরি থেকে সংবিধানের ধারা 370 এর অবলুপ্তির প্রসঙ্গও তুললেন তিনি ৷ শাহ বানো মামলার প্রসঙ্গ টেনে কৌশলে খোঁচা দিলেন কংগ্রেসকেও ৷

সোমবার থেকে সংসদে শুরু হয়েছে বিশেষ অধিবেশন ৷ প্রথমদিন সংসদের পুরনো ভবনে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন বসে ৷ সেটাই ছিল পুরনো সংসদ ভবনে বসা শেষ অধিবেশন ৷ আজ, মঙ্গলবার থেকে নতুন সংসদ ভবনে বসবে উচ্চ ও নিম্নকক্ষের অধিবেশন ৷ তার আগে সংসদের পুরনো ভবনের সেন্ট্রাল হলে বিশেষ অনুষ্ঠান হয় ৷ সেই অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী পুরনো ভবন থেকে নতুন ভবনে স্থানান্তরিত হওয়ার বিষয়কে নতুন ভবিষ্যতের সূচনা বলে উল্লেখ করেন ৷ প্রধানমন্ত্রী মোদি বলেন, "আজ, আমরা নতুন সংসদ ভবনে একটি নতুন ভবিষ্যতের সূচনা করতে যাচ্ছি । আজ, আমরা একটি উন্নত ভারতের সংকল্প পূরণ করার দৃঢ় সংকল্প নিয়ে নতুন ভবনে যাচ্ছি ।"

আরও পড়ুন:ভারতের নতুন সংসদ ভবনের নাম 'পার্লামেন্ট হাউজ অফ ইন্ডিয়া'

এছাড়া অন্য সংসদ সদস্যদের কাছে তাঁর আবেদন, 2047 সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হবে ৷ পাশাপাশি সংসদের পুরনো ভবনের গরিমা, ইতিহাসের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "1952 সাল থেকে সারা বিশ্বের 41টি রাষ্ট্রপ্রধান আমাদের সেন্ট্রাল হলে সাংসদদের সামনে ভাষণ দিয়েছেন এবং গত সাত দশকে সংসদে 4 হাজারেরও বেশি আইন পাশ হয়েছে ৷

এই প্রসঙ্গেই তিনি তিন তালাক রদে থেকে সংবিধানের ধারা 370 অবলুপ্তির কথা বলেন ৷ আরও বেশ কয়েকটি আইন পাশের প্রসঙ্গ তোলেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "...এই সংসদের কারণে মুসলিম মা-বোনেরা ন্যায়বিচার পেয়েছেন, এখান থেকে 'তিন তালাক' রদে আইন ঐক্যবদ্ধভাবে পাশ করা হয়েছিল । গত কয়েক বছরে সংসদও রূপান্তরকামীদের ন্যায়বিচারের জন্য আইন পাশ করেছে । আমরা ঐক্যবদ্ধভাবে আইন পাশ করেছি, যেগুলো বিশেষভাবে প্রতিবন্ধীদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চয়তা দেবে । এটা আমাদের সৌভাগ্য যে আমরা সংসদ থেকে 370 ধারা বাতিল করার সুযোগ পেয়েছি... ৷"

আরও পড়ুন:মোদির নেতৃত্বে দেশের ভবিষ্যতে সমান হবেন সব নারী, এই মুহূর্তের জন্য গর্বিত: মানেকা

Last Updated : Sep 19, 2023, 12:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details