পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi attacks CM Baghel: বেটিং অ্যাপের সঙ্গে কী সম্পর্ক বাঘেলের, প্রশ্ন তুললেন মোদি - প্রধানমন্ত্রী

ইডি দাবি করেছে, মহাদেব বেটিং অ্যাপের প্রোমোটাররা এখনও পর্যন্ত ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বাঘেলকে প্রায় 508 কোটি টাকা দিয়েছেন। ইডি'র এই বক্তব্য প্রকাশ্যে আসার একদিন পর ছত্তিশগড়ের নির্বাচনী প্রচারে গিয়ে দুর্গ শহরে এক জনসভা থেকে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2023, 3:54 PM IST

Updated : Nov 4, 2023, 4:10 PM IST

দুর্গ (ছত্তিশগড়), 4 অক্টোবর: একদিন আগেই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যাটিং অ্যাপ চক্র থেকে কয়েক'শো কোটি টাকা নেওয়ার অভিযোগ তুলেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ এবার ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে 'মহাদেব' বেটিং অ্যাপ কেলেঙ্কারি নিয়ে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার নির্বাচনী সভা থেকে তিনি সরাসরি জানান, এই মামলায় অভিযুক্তদের সঙ্গে তাঁর (মুখ্যমন্ত্রী) কী সম্পর্ক রয়েছে সেটা কংগ্রেসের স্পষ্ট করে জানানো উচিত। অন্যদিকে, এর পালটা মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বিজেপিকে আক্রমণ করেছেন ৷ তাঁর প্রশ্ন, কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত মহাদেব বেটিং অ্যাপ নিষিদ্ধ করেনি কেন ?

ইডির দাবি, মহাদেব বেটিং অ্যাপের প্রোমোটাররা এখনও পর্যন্ত ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বাঘেলকে প্রায় 508 কোটি টাকা দিয়েছে। ইডি'র এই বক্তব্যের একদিন পরেই ছত্তিশগড়ের নির্বাচনী প্রচারে দুর্গ শহরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে কংগ্রেসকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভা থেকে প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, 80 কোটি গরিব মানুষের জন্য তাঁর সরকারের বিনামূল্যের রেশন প্রকল্প 'প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা' আগামী পাঁচ বছরের জন্য বাড়ানো হবে।

এদিন প্রধানমন্ত্রী মোদি বলেন, "ছত্তিশগড়ের কংগ্রেস সরকার রাজ্যের মানুষকে লুট করার কোনও সুযোগই ছাড়েনি। তারা 'মহাদেব'-এর নাম পর্যন্ত ছাড়েনি ! মাত্র দু'দিন আগে রায়পুরে বড় পদক্ষেপ নিয়ে বিপুল নগদ বাজেয়াপ্ত করেছিল ইডি ৷ এখানকার মানুষই বলছে এটি ছত্তিশগড়ের গরিব এবং যুবকদের থেকে লুট করে জড়ো করা হয়েছিল। কংগ্রেস নেতারা এই টাকা দিয়ে তাদের ঘর ভরিয়ে দিচ্ছে ৷"

প্রধানমন্ত্রী স্পষ্টতই মুখ্যমন্ত্রী বাঘেলকে উদ্দেশ্য করে জানান, মিডিয়ায় এটি প্রকাশিত হচ্ছে যে এই টাকা তাঁর সঙ্গে সরাসরি যুক্ত। মোদির কথায়, "কংগ্রেস সরকার এবং মুখ্যমন্ত্রীর ছত্তিশগড়ের জনগণকে বলা উচিত যে, দুবাইয়ে বসে থাকা এই কেলেঙ্কারির অভিযুক্তদের সঙ্গে তাঁদের কী যোগসূত্র রয়েছে ?" একই সঙ্গে, কংগ্রেস সরকারের প্রতিটি কাজে 30 শতাংশ কমিশন নেয় বলে অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন, "কংগ্রেসের অগ্রাধিকার হল দুর্নীতি করে তাদের নিজেদের কোষাগার পূরণ করা ৷ ছত্তিশগড় বলছে '30 টাকা কাক্কা, আপকা কাম পাক্কা' ৷"

প্রধানমন্ত্রী জানান, তার জন্য দেশের সবচেয়ে বড় জাতি হল 'দরিদ্র' এবং তিনি তাদের 'সেবক'। কংগ্রেস আদতেও দরিদ্রদের কল্যাণ চায় না ৷ তাদের অবস্থার উন্নতিও চায় না। কংগ্রেস ওবিসি প্রধানমন্ত্রীকে গালি দিচ্ছে । কেন কংগ্রেস ওবিসি সম্প্রদায়কে গালি দেয় ? কেন তারা 'সাহুস' (ছত্তিশগড়ের একটি প্রভাবশালী ওবিসি সম্প্রদায়)-কে চোর বলে ? প্রধানমন্ত্রীর এই অভিযোগের পালটা এদিন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেন, "বেটিং অ্যাপে কোনও ক্র্যাকডাউন হয়নি ৷ এর মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির এই সংস্থার সঙ্গে ভালো সংযোগ রয়েছে।"

আরও পড়ুন: 'খালাসি' গানে মজে মোদি, প্রধানমন্ত্রীই অনুপ্রেরণা আদিত্যর

Last Updated : Nov 4, 2023, 4:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details