দুর্গ (ছত্তিশগড়), 4 অক্টোবর: একদিন আগেই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যাটিং অ্যাপ চক্র থেকে কয়েক'শো কোটি টাকা নেওয়ার অভিযোগ তুলেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ এবার ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে 'মহাদেব' বেটিং অ্যাপ কেলেঙ্কারি নিয়ে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার নির্বাচনী সভা থেকে তিনি সরাসরি জানান, এই মামলায় অভিযুক্তদের সঙ্গে তাঁর (মুখ্যমন্ত্রী) কী সম্পর্ক রয়েছে সেটা কংগ্রেসের স্পষ্ট করে জানানো উচিত। অন্যদিকে, এর পালটা মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বিজেপিকে আক্রমণ করেছেন ৷ তাঁর প্রশ্ন, কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত মহাদেব বেটিং অ্যাপ নিষিদ্ধ করেনি কেন ?
ইডির দাবি, মহাদেব বেটিং অ্যাপের প্রোমোটাররা এখনও পর্যন্ত ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বাঘেলকে প্রায় 508 কোটি টাকা দিয়েছে। ইডি'র এই বক্তব্যের একদিন পরেই ছত্তিশগড়ের নির্বাচনী প্রচারে দুর্গ শহরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে কংগ্রেসকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভা থেকে প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, 80 কোটি গরিব মানুষের জন্য তাঁর সরকারের বিনামূল্যের রেশন প্রকল্প 'প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা' আগামী পাঁচ বছরের জন্য বাড়ানো হবে।
এদিন প্রধানমন্ত্রী মোদি বলেন, "ছত্তিশগড়ের কংগ্রেস সরকার রাজ্যের মানুষকে লুট করার কোনও সুযোগই ছাড়েনি। তারা 'মহাদেব'-এর নাম পর্যন্ত ছাড়েনি ! মাত্র দু'দিন আগে রায়পুরে বড় পদক্ষেপ নিয়ে বিপুল নগদ বাজেয়াপ্ত করেছিল ইডি ৷ এখানকার মানুষই বলছে এটি ছত্তিশগড়ের গরিব এবং যুবকদের থেকে লুট করে জড়ো করা হয়েছিল। কংগ্রেস নেতারা এই টাকা দিয়ে তাদের ঘর ভরিয়ে দিচ্ছে ৷"