নয়াদিল্লি, 6 এপ্রিল: তাঁর বিরুদ্ধে মরিয়া হয়ে উঠেছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা ৷ সেই কারণেই বারবার তাঁর বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা হচ্ছে বিরোধীদের তরফে ৷ এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার তিনি তাঁর এই মনের কথা জানিয়েছেন বিজেপির নেতা-কর্মীদের উদ্দেশ্যে ৷ আজ বিজেপির 44তম প্রতিষ্ঠা দিবস ৷ সেই উপলক্ষ্যে সারা দেশের বিজেপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন মোদি ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ পাশাপাশি বিরোধীরা ‘সামন্তবাদী মানসিকতা’ দেখাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন ৷
এদিন দলের কর্মীদের উদ্দেশ্যে মোদি বিরোধীদের সঙ্গে বিজেপির পার্থক্য বুঝিয়েছেন ৷ জানিয়েছেন, বিরোধীরা স্বজনপোষণ, পরিবারতন্ত্র, জাতপাত ও আঞ্চলিকতায় আবদ্ধ রয়েছে ৷ অথচ বিজেপি সকলকে নিয়ে চলার নতুন সংস্কৃতি তৈরি করেছে ভারতে ৷ সেই কারণে বিরোধী দলগুলি অস্তিত্বের সংকটে পড়ে গিয়েছে ৷ তাই তারা মরিয়া হয়ে বিজেপি, কেন্দ্রে বিজেপির সরকার ও তাঁকে আক্রমণ করছে বলে প্রধানমন্ত্রী দাবি করেছেন ৷
মোদি বলেন, ‘‘আজ তারা এতটাই মরিয়া হয়ে উঠেছে যে প্রকাশ্যে বলছে ‘মোদি তোর কবর খোঁড়া হবে’ ৷’’ কিন্তু বিরোধীদের এই চক্রান্তের বিরুদ্ধে ভারতের দরিদ্র, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষ, দলিত ও মহিলারা পদ্মকে রক্ষা করবে এবং তার আরও বিকাশে সাহায্য করবে বলে প্রধানমন্ত্রীর মত ৷ তাঁর আরও দাবি, আগে গরিবদের ভৃত্য় বলে মনে করা হত ৷ কিন্তু 2014 সালের পর থেকে সমাজের এই অংশের মানুষের জীবনযাপনের মান ভালো হতে শুরু করেছে ৷