পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Narendra Modi: অনাস্থা প্রস্তাবে ফিল্ডিং সাজিয়েও বিরোধীদের নো বলে বিজেপির সেঞ্চুরি, দাবি প্রধানমন্ত্রীর - এনডিএ

PM Narendra Modi's Reply on No-Confidence Motion: বৃহস্পতিবার অনাস্থা প্রস্তাবে জবাবি ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই ভাষণে তিনি নিজের সরকারের ইতিবাচক দিকগুলি তুলে ধরেন লোকসভায় ৷ পাশাপাশি কটাক্ষ করেন বিরোধীদের ৷

PM Narendra Modi
PM Narendra Modi

By

Published : Aug 10, 2023, 5:34 PM IST

Updated : Aug 10, 2023, 11:07 PM IST

অনাস্থা প্রস্তাবে ফিল্ডিং সাজিয়েও বিরোধীদের নো বলে বিজেপির সেঞ্চুরি, দাবি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, 10 অগস্ট: অনাস্থা প্রস্তাবে জবাব দিতে গিয়ে বিরোধীদের প্রতি কটাক্ষের পর কটাক্ষ ছুঁড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর কথায়, অনাস্থা প্রস্তাবে ফিল্ডিং সাজিয়ে বিরোধীরা শুধু নো বল করে গেল ৷ একই সঙ্গে তাঁর কটাক্ষ, বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব এনডিএ ও বিজেপির কাছে শুভ ৷

মণিপুরের হিংসা ইস্যুতে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি দাবি করেছিল বিরোধীরা ৷ কিন্তু সরকারি তরফে তেমন কোনও আশ্বাস না পেয়ে মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধীরা ৷ গত মঙ্গলবার থেকে এই নিয়ে লোকসভায় আলোচনা শুরু হয় ৷ আজ, বৃহস্পতিবার সেই আলোচনার শেষদিনে জবাবি ভাষণ দেন প্রধানমন্ত্রী ৷

সেই ভাষণের শুরুতেই অনাস্থা প্রস্তাব আনার জন্য বিরোধীদের ধন্যবাদ দেন ৷ তাঁর কথায়, অনাস্থা আনতে বিরোধীদের পথ দেখিয়েছেন ঈশ্বর ৷ 2018 সালে ঈশ্বরই বিরোধীদের এভাবে পথ দেখিয়েছিল ৷ তাই তিনি বলেছেন, ‘‘সেই সময় বলেছিলাম অনাস্থা প্রস্তাব আমদের পরীক্ষা নয় ৷ এটা বিরোধীদের পরীক্ষা ৷ সেটাই হয়েছে ৷ ভোটে বিরোধীদের কাছে যত ভোট ছিল, তা আর পায়নি ৷ জনতাও ওদের জন্য অনাস্থা ঘোষণা করে দেয় ৷ ভোটে এনডিএ বেশি আসন পায়৷ বিজেপিও বেশি আসন হয় ৷’’

আরও পড়ুন:2028-এ আবারও অনাস্থা আনতে হবে বিরোধীদের: মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন, ‘‘একদিক থেকে, বিরোধী দলের অনাস্থা সবসময়ই আমাদের জন্য শুভ। আজ, আমি দেখতে পাচ্ছি যে আপনারা (বিরোধীরা) সিদ্ধান্ত নিয়েছেন যে 2024 সালের নির্বাচনে এনডিএ ও বিজেপি জনগণের আশীর্বাদে, আগের সমস্ত রেকর্ড ভেঙে একটি দুর্দান্ত জয় নিয়ে ফিরে আসবে।"

এই প্রসঙ্গেই তিনি বিরোধীদের অনাস্থা প্রস্তাব আনার আগে আরও বেশি প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন ৷ তাঁর কথায়, ‘‘বিপক্ষ ফিল্ডিং সাজালো ৷ এদিক থেকে (ট্রেজারি বেঞ্চ) চার-ছয় মারা হল ৷ নো কনফিডেন্স এনে নো বলের পর নো বল করে গেল ৷ এদিক থেকে সেঞ্চুরি করা হল ৷ পাঁচ বছর সময় দিয়েছিলাম ৷ প্রস্তুতি নিয়ে আসতে পারতেন ! 2018 সালে তো বলেছিলাম ৷’’

এবার বাদল অধিবেশন মণিপুর ইস্যুতে কার্যত পণ্ড হয়ে গিয়েছে ৷ রোজ যতটা সময় অধিবেশন চলেছে, তার থেকে বেশি সময় মুলতুবির কারণে বন্ধ থেকেছে ৷ সেই কারণে বিভিন্ন বিষয়ে পর্যাপ্ত আলোচনা হয়নি ৷ এ দিনের ভাষণের সেই প্রসঙ্গও তুলেছেন প্রধানমন্ত্রী ৷

মোদির কথায়, অনেক বিল গরিব, আদিবাসীদের ভালোর জন্য ছিল ৷ এতে আলোচনার দরকার ছিল ৷ কিন্তু তা করতে দেওয়া হয়নি ৷ এতে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে ৷

আরও পড়ুন:'অন্ধ রাজা' মোদি ! মণিপুরে মহিলা-নির্যাতন নিয়ে আক্রমণ অধীরের

তাই কংগ্রেস-সহ অন্য বিরোধী দলগুলির প্রতি তাঁর অভিযোগ, বিরোধীরা স্পষ্ট করে দিয়েছে, যে দেশের থেকে বড় তাদের দল ৷ বিরোধীদের কাছে গরিবের খিদের চেয়ে ক্ষমতার লোভ সবচেয়ে বড় ৷ দেশের যুবদের ভবিষ্যতের থেকে বিরোধীদের নিজেদের রাজনৈতিক ভবিষ্যতের চিন্তা বেশি ৷

Last Updated : Aug 10, 2023, 11:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details