ভোপাল, 27 জুন: 2024 সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পদ থেকে সরাতে একজোট হওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিজেপি বিরোধী দলগুলি ৷ মঙ্গলবার মধ্যপ্রদেশের ভোপাল থেকে বিরোধীদের সেই পদক্ষেপকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর কথায়, ‘‘সমস্ত দুর্নীতিগ্রস্ত রাজনীতিকরা হাতেহাত ধরে পটনায় বৈঠক করেছেন ৷ বিরোধীরা দুর্নীতির তদন্ত থেকে পালিয়ে বাঁচতে চাইছে ৷ দুর্নীতিগ্রস্ত নেতারা একে অপরকে বাঁচানোর চেষ্টা করছেন ৷ এরা দুর্নীতির গ্যারান্টি দিচ্ছেন ৷ এরা সকলে মিলে 20 লক্ষ কোটির দুর্নীতির গ্যারান্টি দেবে ৷’’
যদিও বিরোধীদের সেই চেষ্টা সফল হবে না বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তাঁর কথায়, কোনও দুর্নীতিগ্রস্তকেই রেয়াত করা হবে না ৷ কারও নাম না নিয়ে তাঁর বার্তা, প্রত্য়েকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ তাছাড়া দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই করার নির্দেশ দিয়েছেন বিজেপি কর্মীদের ৷ তাঁর বক্তব্য, বিজেপির সব কর্মীকে গ্রামে গ্রামে গিয়ে এই সব দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে কথা বলতে হবে ৷ তাদের আসল পরিচয় জনসমক্ষে তুলে ধরতে হবে ৷
এই নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে পালটা তোপ দাগা হয়েছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ৷ তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‘প্রধানমন্ত্রী আসলে ভয় পাচ্ছেন । এই ভাঙা রেকর্ড তো তিনি আগেও বাজিয়েছিলেন । 21 সালের বিধানসভা নির্বাচনের সময় ডেলি প্যাসেঞ্জারি করে একথাই তো বলেছিলেন । এর কারণে বাংলার মানুষ তাঁকে প্রত্যাখ্যান করেছে । এবার বিরোধী জোটকে ও তৃণমূল কংগ্রেসকে ভয় পেয়েই এসব বলছেন প্রধানমন্ত্রী ।’’
তিনি আরও বলেন, ‘‘প্রধানমন্ত্রী দুর্নীতির কথা বলছেন, সারদায় অভিযুক্ত নারদায় নরেন্দ্র মোদির সিবিআইয়ের এফআইআর নেমড, প্রতিষ্ঠিত তোলাবাজ, ঘুষখোর শুভেন্দু অধিকারীকে যাঁরা কোলে নিয়ে দলে বসিয়েছেন, তাঁদের মুখে কোনোভাবে দুর্নীতির কথা মানায় না । নরেন্দ্র মোদি যে সমস্ত দুর্নীতির কথা বলছেন, তাতে শুভেন্দু অধিকারী সরাসরি যুক্ত । মুকুল রায় তিনি এফআইআর নেমড না হলেও এরা সব এই সমস্ত কেলেঙ্কারির কালপ্রিট ৷ এঁরা সাজা এড়াতে বিজেপিতে গিয়েছিলেন । বিজেপি কি ওয়াশিং পাউডার ? সারাদেশের দুর্নীতিগ্রস্তদের যোগদান করিয়ে এখন বিরোধী জোট মানুষের জোটকে ভয় পেয়ে এই ধরনের কথাবার্তা বলছেন । আসলে এটা হচ্ছে প্যানিক রিয়েকশন ।’’
আরও পড়ুন:একই দেশে কি দু’টি আইন থাকতে পারে, ইউনিফর্ম সিভিল কোডের পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর