পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi Slams India Alliance: 'দুর্নীতি-পরিবারবাদ ইন্ডিয়া ছাড়ো', ঘুরপথে বিরোধীদের তোপ মোদির - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

508টি রেল স্টেশনের সংস্কারের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই অনুষ্ঠানে তিনি বিরোধী ইন্ডিয়া জোটকেও কড়া আক্রমণ করতে ভুললেন না তিনি ৷

ETV Bharat
নরেন্দ্র মোদি

By

Published : Aug 6, 2023, 12:23 PM IST

Updated : Aug 6, 2023, 1:27 PM IST

নয়াদিল্লি, 6 অগস্ট: রেলের অনুষ্ঠানে 'কুইট ইন্ডিয়া'র প্রসঙ্গ উত্থাপন করলেন প্রধানমন্ত্রী ৷ ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে অগস্ট মাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিন মহাত্মা গান্ধির 'ভারত ছাড়ো আন্দোলনে'র কথা বলেন তিনি ৷ এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, "'কুইট ইন্ডিয়া' (ভারত ছাড়ো আন্দোলন) থেকে অনুপ্রেরণা নিয়ে দেশবাসী এখন বলছে, দুর্নীতি- ইন্ডিয়া ছাড়ো, ভ্রষ্টাচার- ইন্ডিয়া ছাড়ো, পরিবারবাদ- ইন্ডিয়া ছাড়ো, পৃষ্ঠপোষকতা- ইন্ডিয়া ছাড়ো ৷"

রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছে, প্রধানমন্ত্রী বিরোধী 'ইন্ডিয়া জোট'কে উদ্দেশ্য করেই এমন মন্তব্য করেছেন ৷ দেশে নেতিবাচক রাজনীতি করছে বিরোধীরা, তোপ দাগেন তিনি ৷ রবিবার 508টি স্টেশন সংস্কারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের সূচনা করেন তিনি ৷ সেখানে তিনি বিরোধী শিবিরের রাজনীতি, ইন্ডিয়া জোটকে আক্রমণ করতে ছাড়লেন না ৷

অন্য একটি প্রসঙ্গে নাম না-করে তিনি কংগ্রেসকেও তীব্র আক্রমণ করেন ৷ গুজরাতে সবরমতী নদীর ধারে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি 'স্ট্যাচু অফ ইউনিটি' বিশ্বে সবচেয়ে বড় মূর্তি ৷ এই নিয়ে দেশবাসী গর্বিত, জানান প্রধানমন্ত্রী ৷ এই প্রসঙ্গে কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, "কয়েকটি দল নির্বাচনের আগে দেশের প্রথম কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কথা স্মরণ করেন ৷ সর্দার বল্লভভাই প্যাটেলের নাম করেন, কিন্তু আজ পর্যন্ত দলের কোনও শীর্ষ নেতা ওই মূর্তি দেখতে যাননি ৷ তাঁর মূর্তিতে প্রণামও করেননি ৷"

আরও পড়ুন: নাগাল্যান্ডে 100 বছর বাদে দ্বিতীয় রেল স্টেশন, ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল প্রসঙ্গে টেনে মোদি বলেন, "গত 70 বছরে কেউ শহিদদের উদ্দেশ্যে ওয়ার মেমোরিয়াল তৈরি করেনি ৷ এর জন্য তারা লজ্জিতও নয় ৷ উলটে আমরা যখন এটা তৈরি করলাম, তখন আমাদের বিরোধিতা হয়েছিল ৷" বিরোধীরা নেতিবাচক রাজনীতি করছে বলে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

তাঁর দাবি, এতকিছুর পরেও রাজনীতির ঊর্ধ্বে উঠেই উন্নয়ন করছে মোদি সরকার ৷ তিনি জানান, কোন রাজ্য কোন দল ক্ষমতায় আছে, কোন রাজ্যের ভোটব্যাংক কত, এসব না ভেবে কেন্দ্রীয় সরকার সব রাজ্যের জন্য উন্নয়নের কথা ভেবেছে এবং সেই অনুযায়ী কাজ করছে ৷

Last Updated : Aug 6, 2023, 1:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details