পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi in Hyderabad: বহু মানুষ শুধু পরিবারের সমৃদ্ধি চায়, তেলেঙ্গানাবাসী সচেতন থাকুন: প্রধানমন্ত্রী - PM Narendra Modi slams K Chandrashekar Rao

আজ থেকে দক্ষিণ ভারত সফরে বেরিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তেলেঙ্গানার হায়দরাবাদে বন্দে ভারত এক্সপ্রেস চালু করলেন ৷ বিবিনগরে এইমস হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ৷

PM Narendra Modi
হায়দরাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

By

Published : Apr 8, 2023, 3:29 PM IST

হায়দরাবাদ, 8 এপ্রিল: এ বছরের শেষের দিকে বিধানসভা নির্বাচন দক্ষিণের এই রাজ্যে ৷ শনিবার বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করা-সহ একগুচ্ছ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে তেলেঙ্গানায় পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিজেপির কট্টর বিরোধী বলে বিশেষ পরিচিত রাজ্যের মুখ্যমন্ত্রী কেসিআর ৷ শোনা গিয়েছিল, তিনি এই অনুষ্ঠানগুলিতে উপস্থিত থাকবেন না ৷ কাজেও তাই হল ৷ ভারত রাষ্ট্র সমিতির প্রধানকে বন্দেভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা অনুষ্ঠানে দেখা গেল না ৷

বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন ছাড়াও প্রধানমন্ত্রী 11 হাজার 300 কোটি টাকারও বেশি পরিকাঠামো এবং উন্নয়নমূলক প্রজেক্টের ভিত্তি প্রস্তর স্থাপন করার কথা আছে ৷ জানা গিয়েছে, এতে দু'টি তেলুগুভাষী রাজ্য তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের মানুষের উপকৃত হবে ৷ শনিবার হায়দরাবাদের বিবিনগরে এইমস হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী ৷ এছাড়া পাঁচটি জাতীয় সড়কের প্রোজেক্ট, সেকেন্দ্রাবাদ রেল স্টেশনের সংস্কারেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোদি ৷ সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে তিনি সেকেন্দ্রাবাদ-তিরুপতি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন ৷

এই প্রসঙ্গে নরেন্দ্র মোদি বলেন, "আজ আমি সেকেন্দ্রাবাদ-তিরুপতি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করলাম ৷ এটি বিশ্বাস, আধুনিকতা, প্রযুক্তি এবং পর্যটনকে জুড়বে ৷" রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ সেকেন্দ্রাবাদ স্টেশনকে অত্যাধুনিকভাবে গড়ে তোলা প্রসঙ্গে তিনি বলেন, "সেকেন্দ্রাবাদ স্টেশনকে বিশ্বমানের করে গড়া হবে ৷ আজ প্রধানমন্ত্রী তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ৷ সেকেন্দ্রাবাদ ও মেহবুব নগরের মধ্যে তিনি আরও 13টি এমএমটিএস ট্রেন পরিষেবার সূচনা করা হবে ৷"

হায়দরাবাদে এদিনের জনসভায় নাম না-করে বিরোধী শিবিরকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, "বহু মানুষ উন্নয়নকে ভয় পায় ৷ দেশ ও সমাজের উন্নতি নিয়ে তাদের কিছু করার নেই ৷ তারা শুধু তাদের পরিবারের সমৃদ্ধি দেখতে চায় ৷ তেলেঙ্গানার মানুষদের এমন মানুষদের সম্পর্কে সচেতন থাকা উচিত ৷" তিনি আরও বলেন, "কয়েকদিন আগে কিছু রাজনৈতিক দল সুরক্ষা কবচ চাইতে আদালতে গিয়েছিল ৷ তাদের বিরুদ্ধে যেন দুর্নীতির খাতাটি খোলা না-হয় ৷ কিন্তু আদালত তাদের ফিরিয়ে দিয়েছে ৷" রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মতে, প্রধানমন্ত্রী এই মন্তব্যগুলি কেসি আরকে উদ্দেশ্য করেই বলেছেন ৷

আজ তিনি সেকেন্দ্রাবাদ-তিরুপতি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করেন ৷ এর আগে 15 জানুয়ারি সেকেন্দ্রাবাদ ও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের মধ্যে বন্দেভারত এক্সপ্রেস ট্রেনের ভার্চুয়াল সূচনা করেছিলেন তিনি ৷ তাই তিন মাস সময়ে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ- দুই প্রতিবেশী তেলেগু ভাষী রাজ্যের মধ্যে এটি দ্বিতীয় বন্দেভারত এক্সপ্রেস ট্রেন ৷

আরও পড়ুন: হায়দরাবাদ সফরে এসে বন্দে ভারতের উদ্বোধন মোদির

ABOUT THE AUTHOR

...view details