হায়দরাবাদ, 8 এপ্রিল: এ বছরের শেষের দিকে বিধানসভা নির্বাচন দক্ষিণের এই রাজ্যে ৷ শনিবার বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করা-সহ একগুচ্ছ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে তেলেঙ্গানায় পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিজেপির কট্টর বিরোধী বলে বিশেষ পরিচিত রাজ্যের মুখ্যমন্ত্রী কেসিআর ৷ শোনা গিয়েছিল, তিনি এই অনুষ্ঠানগুলিতে উপস্থিত থাকবেন না ৷ কাজেও তাই হল ৷ ভারত রাষ্ট্র সমিতির প্রধানকে বন্দেভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা অনুষ্ঠানে দেখা গেল না ৷
বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন ছাড়াও প্রধানমন্ত্রী 11 হাজার 300 কোটি টাকারও বেশি পরিকাঠামো এবং উন্নয়নমূলক প্রজেক্টের ভিত্তি প্রস্তর স্থাপন করার কথা আছে ৷ জানা গিয়েছে, এতে দু'টি তেলুগুভাষী রাজ্য তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের মানুষের উপকৃত হবে ৷ শনিবার হায়দরাবাদের বিবিনগরে এইমস হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী ৷ এছাড়া পাঁচটি জাতীয় সড়কের প্রোজেক্ট, সেকেন্দ্রাবাদ রেল স্টেশনের সংস্কারেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোদি ৷ সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে তিনি সেকেন্দ্রাবাদ-তিরুপতি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন ৷
এই প্রসঙ্গে নরেন্দ্র মোদি বলেন, "আজ আমি সেকেন্দ্রাবাদ-তিরুপতি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করলাম ৷ এটি বিশ্বাস, আধুনিকতা, প্রযুক্তি এবং পর্যটনকে জুড়বে ৷" রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ সেকেন্দ্রাবাদ স্টেশনকে অত্যাধুনিকভাবে গড়ে তোলা প্রসঙ্গে তিনি বলেন, "সেকেন্দ্রাবাদ স্টেশনকে বিশ্বমানের করে গড়া হবে ৷ আজ প্রধানমন্ত্রী তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ৷ সেকেন্দ্রাবাদ ও মেহবুব নগরের মধ্যে তিনি আরও 13টি এমএমটিএস ট্রেন পরিষেবার সূচনা করা হবে ৷"