যোধপুর, 5 অক্টোবর: সামনেই রাজস্থানের বিধানসভা নির্বাচন ৷ তার আগে ওই রাজ্যের যোধপুর থেকে দুর্নীতি ইস্যুতে কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর দাবি, কংগ্রেসের দুর্নীতি প্রকাশ্যে আনতে রাজস্থানে বিজেপির সরকার প্রয়োজন ৷
বৃহস্পতিবার যোধপুরে এক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী ৷ সেই সভা থেকে তিনি ভোটমুখী রাজস্থানের জন্য 5 হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন ৷ তার পর বক্তৃতা দিতে গিয়ে দুর্নীতি ইস্যুতে কংগ্রেসের বিরুদ্ধে সরব হন ৷ প্রধানমন্ত্রী বলেন, "পাঁচ বছরে কংগ্রেস সরকার এক কদমও এগোয়নি । এখানে 'কুরসির খেলা' 24 ঘণ্টা চলতে থাকে... ৷’’
এর পরই তিনি তোলেন লাল ডায়েরির প্রসঙ্গ৷ মোদি বলেন, ‘‘লাল ডায়েরির কথা শুনেছেন ? লোকে বলে যে ডায়েরিতে কংগ্রেসের দুর্নীতির সব কথা লেখা রয়েছে । আমাকে বলুন, ডায়েরির গোপনীয়তা কি প্রকাশ্যে আসা উচিত নয় ?...অসাধুদের কি শাস্তি দেওয়া উচিত নয় ?...কংগ্রেস সরকার কি ডায়েরির গোপনীয়তা প্রকাশ্যে আসতে দেবে ?’’ সেই কারণেই রাজস্থানের মানুষের কাছে তাঁর আহ্বান, ‘‘সত্য সামনে নিয়ে আসার জন্য আপনাকে বিজেপি সরকার গঠন করতে হবে ।"
তিনি কংগ্রেসের বিরুদ্ধে শুধু দুর্নীতি নয়, হিংসা ছড়ানো এবং উন্নয়ন না করার অভিযোগ করেছেন ৷ প্রধানমন্ত্রী বলেন, "কেন্দ্রের বিজেপি সরকার রাজস্থানের উন্নয়নের জন্য তাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করছে । কিন্তু এখানকার অবস্থা বেদনাদায়ক... দুর্নীতি ও হিংসার ক্ষেত্রে কংগ্রেস রাজস্থানকে দেশের শীর্ষে নিয়ে এসেছে । নারী ও দলিতদের প্রতি অত্যাচারের ক্ষেত্রে রাজস্থানকে এক নম্বরে পরিণত করেছে । কংগ্রেস মাদক ব্যবসাকে ছাড় দিয়েছে... ৷"