পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

103rd Mann Ki Baat: পুরুষ ছাড়াই হজযাত্রা মহিলাদের, মন কি বাতে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি - নরেন্দ্র মোদি

আজ সকাল 11টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন কি বাতে হাজির হন ৷ স্বাধীনতা দিবসের আগে মেরি মাটি, মেরা দেশ কর্মসূচি হবে ৷ এছাড়া তিনি জানালেন, বহু মুসলিম মহিলা তাঁকে চিঠি লিখেছেন ৷ তাঁরা একাই নিরাপদে হজ যাত্রা করে ফিরে এসেছেন ৷

ETV Bharat
মন কি বাত

By

Published : Jul 30, 2023, 4:53 PM IST

নয়াদিল্লি, 30 জুলাই: 'আমার মাটি, আমার দেশ' শীর্ষক একট প্রচার খুব শীঘ্রই শুরু হবে দেশে ৷ আজ 103তম মন কি বাতে এই কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ স্বাধীনতা দিবসের দিন এগিয়ে আসছে ৷ তার আগে ভারতের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোই 'মেরি মাটি, মেরা দেশ' কর্মসূচির লক্ষ্য ৷ দেশের স্বাধীনতার 75 বছর উদযাপনে অমৃত মহোৎসব চলছে ৷

প্রতি মাসের শেষ রবিবার সকাল 11টায় নিজের মনের কথা দেশবাসীকে শোনান তিনি ৷ আজও নির্ধারিত সময়ে তিনি মন কি বাত অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ৷ প্রধানমন্ত্রী বলেন, "দেশের লক্ষ লক্ষ গ্রামপঞ্চায়েতে এই শহিদদের স্মরণে বিশেষ ফলক লাগানো হবে ৷" এই কর্মসূচিতে অমৃত কলস যাত্রাও হবে ৷

আরও পড়ুন: ইমার্জেন্সি দেশের ইতিহাসের অন্ধকার যুগ, নির্যাতিত হন গণতন্ত্রের সমর্থকরা: মোদির মন কি বাত

এই যাত্রা প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, দেশের বিভিন্ন জায়গা থেকে 7 হাজার 500টি কলসি জোগাড় করা হবে ৷ তাতে মাটি থাকবে ৷ এই মাটি ভর্তি কলসিগুলি পৌঁছবে দিল্লিতে ৷ এতে বিভিন্ন রকমের গাছের চারাও থাকবে ৷ এই গাছ, মাটি দিয়ে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের কাছে 'অমৃত বটিকা' নির্মাণ করা হবে ৷

গত কয়েক বছরে হজ নীতিতে কেন্দ্রীয় সরকার অনেকগুলি পরিবর্তন করেছে ৷ সে বিষয়ে প্রধানমন্ত্রী জানান, বহু বহু মানুষ হজ যাত্রায় যেতে পারছেন ৷ তিনি বলেন, "4 হাজারেরও বেশি মহিলা কোনও পুরুষ সঙ্গী ছাড়াই হজযাত্রা করেছেন ৷ এটা বড় পরিবর্তন ৷" তিনি আরও জানান, বহু মুসলিম মহিলা তাঁকে এ নিয়ে চিঠি লিখেছে ৷

নরেন্দ্র মোদি বলেন, "তাঁদের হজ এবার বিশেষ, কারণ এই তীর্থযাত্রা 'মেহরম' ছাড়াই হয়েছে ৷ আর এই সংখ্যাটা 50 বা 100 নয়, 4 হাজারেরও বেশি ৷ এটা বিশাল বদল ৷" তিনি উল্লেখ করেন, এর আগে মুসলিম মহিলারা এমন ভাবে হজে যেতে পারতেন না ৷ এ নিয়ে তিনি সৌদি সরকারের ভূমিকার প্রশংসা করে বলেন, "এই মন কি বাতে, আমি সৌদি সরকারের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি ৷"

আরও পড়ুন: অনেক হয়েছে মন কি বাত, এবার চাই মণিপুর কি বাত; ডেরেকের নিশানায় মোদি

এরপরই উঠে আসে আমেরিকা থেকে ভারতে আসা প্রত্নতাত্ত্বিক সামগ্রীর বিষয় ৷ প্রাকৃতিক দুর্যোগের কথাও উত্থাপন করেন তিনি ৷ প্রধানমন্ত্রী বলেন, "যমুনার মতো বহু নদী ফুলেফেঁপে উঠেছে ৷ এতে মানুষ দুর্দশার মধ্যে দিন কাটিয়েছেন ৷"

ABOUT THE AUTHOR

...view details