নয়াদিল্লি, 12 ডিসেম্বর: কংগ্রেস সাংসদ ধীরাজ সাহুর সঙ্গে যোগ রয়েছে, এমন জায়গা থেকে ইতিমধ্য়ে সাড়ে তিনশো কোটিরও বেশি টাকা উদ্ধার করেছে আয়কর দফতর ৷ এই নিয়ে মঙ্গলবার কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কংগ্রেসকে বিঁধতে তিনি এই অর্থ উদ্ধারের সঙ্গে তুলনা করেছেন ওটিটি-তে রিলিজ করা একটি ক্রাইম সিরিজের সঙ্গে ৷
আসলে ওই সিরিজের সঙ্গে ধীরাজ সাহুর কাছে থেকে অর্থ উদ্ধারের বিষয়টি মিলিয়ে সোশাল মিডিয়ায় বিজেপির তরফে একটি পোস্ট করা হয়েছে ৷ যে ক্রাইম সিরিজের সঙ্গে তুলনা করা হয়েছে, তার নাম ‘মানি হেইস্ট’ ৷ বাংলায় তর্জমা করলে টাকা চুরি ৷ বিজেপির তরফে করা পোস্টে এই অর্থ উদ্ধারকে বলা হয়েছে, ‘‘কংগ্রেস মানি হেইস্ট উপস্থাপন করছে ৷’’
বিজেপির ওই পোস্টটিই রিপোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে তিনি লিখেছেন, "ভারতে, কার 'মানি হেইস্ট' গল্পের প্রয়োজন, যখন আপনার কাছে কংগ্রেস পার্টি আছে, যাদের চুরি 70 বছর ধরে চলার ঐতিহ্য রয়েছে এবং তা হয়ে চলেছে ৷’’