নয়াদিল্লি, 20 মে : গ্রামীণ ভারতের কোভিডমুক্ত হওয়া নিশ্চিত করুন ৷ দেশের বিভিন্ন জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পাশাপাশি কোভিট টিকা যাতে কোনওভাবেই নষ্ট না-হয়, সে বিষয়েও জোর দেন প্রধানমন্ত্রী ৷
বৃহস্পতিবার মহারাষ্ট্র, কেরালা, উত্তরপ্রদেশ-সহ 11টি রাজ্যের জেলাাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানেই তিনি বলেন, "টিকা নষ্ট হওয়ার ঘটনা ঘটছে ৷ আপনাদের কাছে যখন টিকা সরবরাহ করা হচ্ছে, তখন আপনাদের তা নষ্ট না-হওয়া নিশ্চিত করতে হবে ৷ টিকা নষ্ট হওয়ার ঘটনা খুবই গুরুতর ৷ কোভিড টিকার একটিও ডোজ় নষ্ট করার অর্থ একজন নাগরিকের করোনাভাইরাসের সুরক্ষা থেকে বঞ্চিত হওয়া ৷"