নৌসেরা (জম্মু ও কাশ্মীর), 4 নভেম্বর : বিশ্বের বর্তমান পরিস্থিতি ও যুদ্ধের পদ্ধতির কথা মাথায় রেখে ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধি পাওয়া উচিত, এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার সকালে তিনি হাজির হয়েছিলেন জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরের সেনা শিবিরে ৷ সেখানেই তিনি এই কথা জানান ৷
এদিন দীপাবলি (Diwali) সেনা জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ সেখানই তিনি একথা বলেন ৷ পাশাপাশি তিনি নাম না করে বার্তা দেন চিন (China) ও পাকিস্তানকে (Pakistan) ৷
আরও পড়ুন :Narendra Modi : দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, যাবেন এলওসি
প্রধানমন্ত্রীর কথায়, বারবার ভারতের শান্তি বিঘ্নিত করার চেষ্টা হয়েছে ৷ কিন্তু প্রতিবার সেনাবাহিনী তার যোগ্য জবাব দিয়েছে ৷ তাই তিনি মনে করেন, মা ভারতীর সুরক্ষা কবচ হল সেনাবাহিনী (Indian Army) ৷
বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) নৌসেরা সেক্টরে (Nowshera Sector) সেনা শিবিরে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ পাশাপাশি তাঁর ভাষণে উঠে আসে সার্জিকাল স্ট্রাইকের প্রসঙ্গও ৷ সার্জিকাল স্ট্রাইকের (Surgical Strike) জন্য প্রতিটি ভারতবাসী গর্বিত বলে জওয়ানদের জানান মোদি ৷