পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Narendra Modi : ভারতের সামরিক সক্ষমতা আরও বৃদ্ধি পাওয়া উচিত : মোদি - Diwali

প্রতিবছর দীপাবলিতে সেনা জওয়ানদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এবারও তার ব্যতিক্রম হল না ৷ এবার তিনি গিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের নৌসেরা সেক্টরের সেনা শিবিরে ৷

pm narendra modi says that indian army has been given befitting reply each time when there were attempts to disturb peace
Narendra Modi : মা ভারতীর সুরক্ষা কবচ সেনাবাহিনী, নৌসেরায় বললেন প্রধানমন্ত্রী মোদি

By

Published : Nov 4, 2021, 12:48 PM IST

Updated : Nov 4, 2021, 7:31 PM IST

নৌসেরা (জম্মু ও কাশ্মীর), 4 নভেম্বর : বিশ্বের বর্তমান পরিস্থিতি ও যুদ্ধের পদ্ধতির কথা মাথায় রেখে ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধি পাওয়া উচিত, এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার সকালে তিনি হাজির হয়েছিলেন জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরের সেনা শিবিরে ৷ সেখানেই তিনি এই কথা জানান ৷

এদিন দীপাবলি (Diwali) সেনা জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ সেখানই তিনি একথা বলেন ৷ পাশাপাশি তিনি নাম না করে বার্তা দেন চিন (China) ও পাকিস্তানকে (Pakistan) ৷

আরও পড়ুন :Narendra Modi : দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, যাবেন এলওসি

প্রধানমন্ত্রীর কথায়, বারবার ভারতের শান্তি বিঘ্নিত করার চেষ্টা হয়েছে ৷ কিন্তু প্রতিবার সেনাবাহিনী তার যোগ্য জবাব দিয়েছে ৷ তাই তিনি মনে করেন, মা ভারতীর সুরক্ষা কবচ হল সেনাবাহিনী (Indian Army) ৷

বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) নৌসেরা সেক্টরে (Nowshera Sector) সেনা শিবিরে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ পাশাপাশি তাঁর ভাষণে উঠে আসে সার্জিকাল স্ট্রাইকের প্রসঙ্গও ৷ সার্জিকাল স্ট্রাইকের (Surgical Strike) জন্য প্রতিটি ভারতবাসী গর্বিত বলে জওয়ানদের জানান মোদি ৷

আরও পড়ুন :Fuel Price: কেন্দ্রের পর জ্বালানির দাম আরও কমাল 10 বিজেপিশাসিত রাজ্য

নরেন্দ্র মোদি যখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন থেকেই সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি পালনের রেওয়াজ শুরু করেন ৷ প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে সেই নিয়ম পালন করে যাচ্ছেন তিনি ৷ প্রতিবারই জওয়ানদের মিষ্টিমুখ করান, তাঁদের সঙ্গে কথা বলেন ৷ তাঁদের উজ্জীবীত করতে ভাষণও দেন ৷

এদিনও ভাষণ দেন তিনি ৷ সেখানেই তিনি সীমান্তপারের সন্ত্রাসের প্রসঙ্গ তোলেন ৷ নাম না করেই বার্তা দেন চিন ও পাকিস্তানকে ৷ সেনার অতন্দ্র প্রহরার জন্য দেশবাসী শান্তিতে বসবাস করছেন, এই কথা তিনি আবার মনে করিয়ে দেন ৷ একইসঙ্গে নিরাপত্তার ক্ষেত্রে মহিলাদের ভূমিকার প্রশংসা করেন ৷ সেনায় মহিলাদের জন্য স্থায়ী কমিশনে নিয়োগের কথাও উল্লেখ করেন ৷

আরও পড়ুন :Yogi Adityanath: দোল পর্যন্ত বিনামূল্যে রেশন, ভোটের আগে কল্পতরু যোগী

পাশাপাশি সীমান্ত সংলগ্ন এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও অন্যান্য পরিকাঠামো উন্নয়নে সরকার কীভাবে কাজ করছে, তাও তিনি জানান ৷ একই সঙ্গে দেশের প্রতিরক্ষা ক্ষেত্র কীভাবে আত্মনির্ভর হয়ে উঠছে, সেই ব্যাখ্যাও করেন প্রধানমন্ত্রী ৷

Last Updated : Nov 4, 2021, 7:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details