পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Narendra Modi on Cyclone: ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির চেয়ে এখন মহাকাশ বিজ্ঞানের গবেষণায় খরচ কম, দাবি মোদির

ইসরোয় প্রধানমন্ত্রী জানালেন, দেশে ঘূর্ণিঝড়ের গতিপথ আগেভাগেই বাতলে দেয় মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি ৷ এর ফলে মানুষের জীবন তো বাঁচে পাশাপাশি সম্পত্তিও রক্ষা পায় ৷ এই সম্পত্তির পরিমাণ মহাকাশ গবেষণার থেকে বেশি, দাবি নরেন্দ্র মোদির ৷

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 10:35 AM IST

Updated : Aug 26, 2023, 10:52 AM IST

ETV Bharat
ইসরোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বেঙ্গালুরু, 26 অগস্ট: "মহাকাশ বিজ্ঞানের কল্যাণে ঘূর্ণিঝড়ের খবর আগে পেয়ে মানুষের প্রাণ বাঁচে। রক্ষা পায় তাদের সম্পত্তিও ৷ সেই সম্পত্তির মোট পরিমাণ হয়তো মহাকাশ গবেষণার খরচের থেকেও বেশি "। এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার তিনি বেঙ্গালুরুর ইসরোর টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কম্যান্ড নেটওয়ার্ক কমপ্লেক্সে বক্তৃতা দেন ৷ প্রায় 40 মিনিটের ভাষণে প্রশাসনিক কাজকর্ম, দেশের কৃষক ও মৎস্যজীবীদের জীবনে, প্রত্যন্ত গ্রামেগঞ্জে মহাকাশ প্রযুক্তি ও বিজ্ঞানের অবদানের কথা তুলে ধরেন ৷ এই অনুষ্ঠান থেকেই তিনি দেশের স্পেস ইন্ডাস্ট্রি প্রসঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি করেন। তিনি বলেন, "আজ, বহু বিশেষজ্ঞ বলছেন, আগামী সপ্তাহগুলিতে ভারতের স্পেস ইন্ডাস্ট্রি 8 বিলিয়ন থেকে 16 বিলিয়ন ডলারে পৌঁছবে ৷"

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশাসনিক কাজে মহাকাশ বিজ্ঞানের গুরুত্ব সম্পর্কে বলেন, "প্রধানমন্ত্রী হওয়ার পর আমি যুগ্মসচিব স্তরের আধিকারিক এবং মহাকাশ বিজ্ঞানীদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করেছিলাম ৷ এর উদ্দেশ্য ছিল, শাসনব্যবস্থায় স্বচ্ছতা আনা ৷ প্রশাসনিক ব্যবস্থাপনায় স্পেস সেক্টরের শক্তি কতটা ব্যবহার করা যায তা নিয়েই আলোচনা হয়েছিল সেখানে ৷"

আরও পড়ুন: বিক্রমের অবতরণ-স্থলের নাম দিলেন 'শিবশক্তি', ইসরোয় বিজ্ঞানীদের শুভেচ্ছা মোদির

স্বচ্ছ ভারত অভিযানের সঙ্গেও মহাকাশ বিজ্ঞানের সম্পর্ক রয়েছে বলে জানান তিনি ৷ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "দেশে স্বচ্ছ ভারত অভিযানে শৌচালয় থেকে শুরু করে কোটি কোটি বাড়ি তৈরি হচ্ছে ৷ এই সবকিছুর নজরদারি, কাজের অগ্রগতিতে মহাকাশ বিজ্ঞান খুব সাহায্য করেছে ৷ দেশের মধ্যে দূর-দূরান্তে শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে স্পেস সেক্টরের বড় ভূমিকা রয়েছে ৷ অমৃত মহোৎসবের আওতায় জেলায় জেলায় অমৃত সরোবর তৈরি হয়েছে ৷ সেগুলি নজরদারিও করছে মহাকাশ বিজ্ঞান ৷"

তিনি জানান, মহাকাশ বিজ্ঞানের অন্যতম লক্ষ্য দৈনন্দিন জীবন ও শাসন ব্যবস্থাকে সহজ করে তোলা ৷ দেশের কৃষি ক্ষেত্রেও মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি আবহাওয়ায় পূর্বাভাস দিয়ে কৃষকদের সহায়তা করছে ৷ কৃষকরা সহজেই আবহাওয়ার সম্পর্কে জানতে পারেন ৷ কোটি কোটি মৎস্যজীবীও পূর্বাভাস পান ৷ এমনকী ঘূর্ণিঝড় আসার আগেই তার গতিপথ সম্পর্কে জানা যায় ৷ এতে বহু মানুষের জীবন বাঁচে। বাঁচে তাদের সম্পত্তিও ৷ এই প্রসঙ্গেই প্রধানমন্ত্রী মোদি বলেন, "ঘূর্ণিঝড়ের হাত থেকে যে পরিমাণ সম্পত্তি বেঁচে যায়, তা একসঙ্গে যোগ করলে হয়তো তা মহাকাশ গবেষণার খরচের চেয়ে বেশি হবে ৷"

আরও পড়ুন: 'জয় জওয়ান, জয় বিজ্ঞান', গ্রিস থেকে সোজা বেঙ্গালুরুতে নেমে মন্তব্য মোদির

এর আগে শনিবার সকালে বেঙ্গালুরু বিমানবন্দরে নামে সংক্ষিপ্ত বক্তৃতা দেন মোদি ৷ তারপরই শহরের রাস্তায় রোড শো করে ইসরোর টেলেমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কম্যান্ড নেটওয়ার্ক মিশন কন্ট্রোল কমপ্লেক্সে কার্যালয়ে যান ৷ সেখানে ইসরোর চেয়ারম্যান এস সোমানাথ এবং মিশন চন্দ্রযান-3-এর সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের অভিনন্দন জানান তিনি।

Last Updated : Aug 26, 2023, 10:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details