নয়াদিল্লি, 7 ডিসেম্বর: উপ-রাষ্ট্রপতি (Vice President) পদে বসেছেন চলতি বছরের অগস্টে ৷ তার পর সোমবারই প্রথম রাজ্যসভার (Rajya Sabha) চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে দেখা গেল জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar) ৷ আর সেই দায়িত্ব পালনের আগেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷
এদিন সংসদের শীতকালীন অধিবেশন (Parliament Winter Session) শুরু হয়েছে ৷ তার আগে সংসদে পৌঁছে প্রথামাফিক সাংবাদিক বৈঠক করেন প্রধানমন্ত্রী ৷ তার পর রাজ্যসভায় নিজের বক্তব্য পেশ করেন ৷ সেখানেই তিনি বাংলার প্রাক্তন রাজ্যপালের প্রশংসা করেন ৷ ধনকড়ের সঙ্গে কিষান ও জওয়ানের দৃঢ় বন্ধন রয়েছে বলেও তিনি জানান ৷
প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমাদের উপ-রাষ্ট্রপতি কৃষকের ছেলে ৷ আর তিনি সৈনিক স্কুলের পড়াশোনা করেছেন ৷ সেই কারণে তাঁর জওয়ান ও কিষানের সঙ্গে বন্ধন দৃঢ় ৷’’ পাশাপাশি ধনকড়ের রাজনৈতিক জীবনের প্রশংসা করেন ৷ চেয়ারম্যান হিসেবে ধনকড়ের সাফল্যও কামনা করেন প্রধানমন্ত্রী ৷