পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi hails VP Dhankhar: কিষান ও জওয়ানের সঙ্গে দৃঢ় বন্ধন রয়েছে ধনকড়ের, প্রশংসা প্রধানমন্ত্রীর

সোমবার শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন (Parliament Winter Session) ৷ এদিন রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে (VP Jagdeep Dhankhar) নিয়ে স্বাগত ভাষণ দেন ৷ সেখানেই তিনি ধনকড়ের প্রশংসা করেন ৷

PM Narendra Modi says Our Vice President Jagdeep Dhankhar closely associated with Jawans and Kisans
PM Modi hails VP Dhankhar: কিষান ও জওয়ানের সঙ্গে দৃঢ় বন্ধন রয়েছে ধনকড়ের, প্রশংসা প্রধানমন্ত্রীর

By

Published : Dec 7, 2022, 12:16 PM IST

Updated : Dec 7, 2022, 1:41 PM IST

নয়াদিল্লি, 7 ডিসেম্বর: উপ-রাষ্ট্রপতি (Vice President) পদে বসেছেন চলতি বছরের অগস্টে ৷ তার পর সোমবারই প্রথম রাজ্যসভার (Rajya Sabha) চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে দেখা গেল জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar) ৷ আর সেই দায়িত্ব পালনের আগেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷

এদিন সংসদের শীতকালীন অধিবেশন (Parliament Winter Session) শুরু হয়েছে ৷ তার আগে সংসদে পৌঁছে প্রথামাফিক সাংবাদিক বৈঠক করেন প্রধানমন্ত্রী ৷ তার পর রাজ্যসভায় নিজের বক্তব্য পেশ করেন ৷ সেখানেই তিনি বাংলার প্রাক্তন রাজ্যপালের প্রশংসা করেন ৷ ধনকড়ের সঙ্গে কিষান ও জওয়ানের দৃঢ় বন্ধন রয়েছে বলেও তিনি জানান ৷

প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমাদের উপ-রাষ্ট্রপতি কৃষকের ছেলে ৷ আর তিনি সৈনিক স্কুলের পড়াশোনা করেছেন ৷ সেই কারণে তাঁর জওয়ান ও কিষানের সঙ্গে বন্ধন দৃঢ় ৷’’ পাশাপাশি ধনকড়ের রাজনৈতিক জীবনের প্রশংসা করেন ৷ চেয়ারম্যান হিসেবে ধনকড়ের সাফল্যও কামনা করেন প্রধানমন্ত্রী ৷

রাজনৈতিক মহলের মতে, প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে উপ-রাষ্ট্রপতির প্রশংসা করবেন, সেটাই স্বাভাবিক৷ কিন্তু সেই উপ-রাষ্ট্রপতির নাম যখন জগদীপ ধনকড়, তখন এই প্রশংসার রাজনৈতিক তাৎপর্য অবশ্যই থাকবে ৷

কারণ, উপ-রাষ্ট্রপতি হওয়ার ঠিক আগের দু’বছর বাংলার রাজ্যপালের দায়িত্ব পালন করেছেন ধনকড় ৷ তখন বারবার তিনি বিতর্কে জড়িয়েছেন ৷ বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে তিনি সঙ্ঘাতে জড়িয়েছেন ৷ তিনি বলেছেন যে তিনি বাংলার গণতন্ত্র রক্ষার জন্য করছেন ৷ কিন্তু তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) তাঁর বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ করেছে ৷ তাঁকে যখন এনডিএ-র উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়, তখনও তৃণমূল-সহ বিরোধীরা এর সমালোচনা করেছিলেন ৷ বাংলায় বিজেপির (BJP) হয়ে সরব হয়েছিলেন বলে তাঁকে ‘প্রমোশন’ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছিল তৃণমূল ৷

আরও পড়ুন:উপরাষ্ট্রপতি পদে শপথ নিলেন জগদীপ ধনকড়

Last Updated : Dec 7, 2022, 1:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details