মুম্বই, 17 অক্টোবর: দেশের সঙ্গে অংশীদারিত্ব করার সুযোগ পেতে চলেছেন বিনিয়োগকারীরা ৷ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কথা জানিয়েছেন ৷ ভারত, মধ্যপ্রাচ্য ও ইউরোপের মধ্যে যে অর্থনৈতিক করিডর (ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনমিক করিডর বা আইএমইইসি) হতে চলেছে, তার মাধ্যমেই বিনিয়োগকারীরা চাইলে দেশের সঙ্গে অংশীদারিত্ব করতে পারবেন, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷
এ দিন প্রধানমন্ত্রী গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিটের সূচনা করেন ৷ সেখানেই ভাষণ দেওয়ার সময় এই কথা জানান তিনি ৷ একই সঙ্গে উল্লেখ করেন, সম্প্রতি ভারতে হয়ে যাওয়া জি20 শীর্ষ সম্মেলনের সময় এই করিডর তৈরির বিষয়ে সিদ্ধান্ত হয় ৷ এই করিডর তৈরি নিয়ে ভারতই যে মূল উদ্যোগী ছিল, সেই কথাও জানিয়েছেন মোদি ৷
ওই সম্মেলনের ভাষণে প্রধানমন্ত্রী আরও জানান, খুব কম দেশই উন্নয়ন, জনসংখ্যা, গণতন্ত্র এবং চাহিদার আশীর্বাদ পেয়েছে ৷ বিশ্বের বিনিয়োগকারীদের ভারতের অগ্রগতির যাত্রার অংশ হওয়ার জন্য আমন্ত্রণ জানান তিনি । প্রধানমন্ত্রী আরও জানান, ইতিহাসে রয়েছে যে যখনই ভারতের সামুদ্রিক ক্ষমতা শক্তিশালী হয়েছে, তখনই দেশ ও সারাবিশ্ব এর থেকে উপকৃত হয়েছে ৷ সেই কারণে তাঁর সরকার গত 9-10 বছরে সামুদ্রিক ক্ষেত্রকে শক্তিশালী করার জন্য কাজ করছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদি ।