লুম্বিনি, 16 মে : 2014 পর প্রথম নেপাল সফরে গিয়ে নরেন্দ্র মোদির লক্ষ্য ছিল প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ভিত আরও মজবুত করা ৷ সেই লক্ষ্য সফল, সফর শেষে জানালেন নমো ৷ প্রধানমন্ত্রী বলেন, ইন্দো-নেপালের সম্পর্কের ভীত হিমালয়ের মতোই মজবুত ৷ এই সম্পর্ক শুধু দু'দেশই নয়, বিশ্বকেও সমৃদ্ধ করবে (India-Nepal relations are unshakeable like the Himalayas) ৷
লুম্বিনিতে বৌদ্ধ কালচার এবং হেরিটেজ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সেখানেই নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারেন মোদি ৷ উল্লেখ্য, নেপালের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে মাস তিনেক আগে ভারতে এসেছিলেন শের বাহাদুর দেউবা ৷ তাঁর সেই ভারত সফর দু-দেশের সম্পর্কে নয়া দিগন্ত এনে দিয়েছিল ৷
এদিন 2566তম বৌদ্ধজয়ন্তী উদযাপনে অংশ নেন প্রধানমন্ত্রী ৷ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার অ্যান্ড মেডিটেশন হল-এ আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলনে প্রায় 20 মিনিট বক্তব্য রাখেন মোদি ৷ উপস্থিত ছিলেন দেউবা-ঘরণী ডঃ আরজু রানা দেউবাও ৷ মোদি বলেন, ‘‘বুদ্ধ মানবতার সম্মিলিত বোঝাপড়ার মূর্ত প্রতীক ৷ তরাই সমভূমিতে অবস্থিত লুম্বিনি বৌদ্ধ ধর্মের অন্যতম পবিত্র স্থান, ভগবান বুদ্ধ সেখানে জন্মগ্রহণ করেছিলেন । সেখানকার শক্তি আমাকে অন্যরকম অনুভূতি দেয় । দেখে খুব ভাল লাগল, আমি এই জায়গাটির জন্য 2014 সালে যে মহাবোধি চারাটি উপহার দিয়েছিলাম, তা রীতিমতো গাছের আকার নিয়েছে ৷’’