পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারতের জিডিপি বৃদ্ধি গত 10 বছরের রূপান্তরমূলক সংস্কারের প্রতিফলন, দাবি প্রধানমন্ত্রীর - রূপান্তরমূলক সংস্কারের প্রতিফলন

PM Narendra Modi: শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘ইনফিনিটি ফোরাম 2.0’-তে ভাষণ দেন ৷ গুজরাতের গান্ধিনগরের গিফট সিটিতে এই কনফারেন্সের আয়োজন করা হয় ৷ ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী ৷ সেখানে তিনি ভারতের অর্থনৈতিক বৃদ্ধির কথা তুলে ধরেন ৷

PM Narendra Modi
PM Narendra Modi

By ETV Bharat Bangla Team

Published : Dec 9, 2023, 4:52 PM IST

গান্ধিনগর, 9 ডিসেম্বর: গত 10 বছরে তাঁর শাসনকালে দেশে যে রূপান্তরমূলক সংস্কার হয়েছে, তার ফলে দেশের অর্থনীতি শক্তিশালী হয়েছে ৷ এই বিষয়গুলির জন্যই চলতি অর্থবর্ষের প্রথম ছয় মাসে ভারতের জিডিপি 7.7 শতাংশে পৌঁছেছে ৷ শনিবার এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

এ দিন প্রধানমন্ত্রী গুজরাতের গান্ধিনগরের গিফট সিটিতে একটি ভিডিও লিঙ্কের মাধ্যমে 'ইনফিনিটি ফোরাম 2.0'-তে ভাষণ দেন ৷ সেখানেই তিনি এই কথা জানিয়েছেন ৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন যে তাঁর সরকার গুজরাত ইন্টারন্যাশনাল ফিনান্স টেক বা গিফট সিটিকে নতুন যুগের গ্লোবাল আর্থিক ও প্রযুক্তি পরিষেবাগুলির একটি বিশ্বব্যাপী স্নায়ু কেন্দ্রে পরিণত করতে চায় ।

তিনি বলেন, "এই আর্থিক বছরের প্রথম ছয় মাসে, ভারতের 7.7 শতাংশ জিডিপি বৃদ্ধি হয়েছে ৷ ... আজ, সারাবিশ্ব ভারতের উপর আশা করে রয়েছে এবং এটি শুধুমাত্র আপনা থেকেই হয়নি ৷ এটি ভারতের মজবুত অর্থনীতি ও গত 10 বছরে হওয়া রূপান্তরমূলক সংস্কারের প্রতিফলন ।"

প্রধানমন্ত্রী জানান, ভারত আজ বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান ফিনটেক বাজারগুলির মধ্যে একটি এবং গিফট ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিসেস সেন্টার (আইএফএসসি) এর কেন্দ্র হিসাবে আবির্ভূত হচ্ছে ৷ তিনি বিশেষজ্ঞদের গ্রিন ক্রেডিটের জন্য একটি বাজার ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে তাদের ধারণা শেয়ার করারও আহ্বান জানান ।

এই উপলক্ষে, প্রধানমন্ত্রী মোদি ইউনেস্কোর 'হেরিটেজ'-এর তালিকায় গুজরাতের ঐতিহ্যবাহী গরবা নৃত্য অন্তর্ভুক্ত হওয়া নিয়ে সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়েছেন । তাছাড়া তিনি আরও জানান, এই বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পূর্বাভাস দিয়েছে যে ভারতের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক বৃদ্ধি 16 শতাংশ হবে ৷

তিনি বলেন, "আমরা গিফট সিটিকে নতুন যুগের গ্লোবাল আর্থিক ও প্রযুক্তি ক্ষেত্রের বিশ্বব্যাপী স্নায়ু কেন্দ্রে পরিণত করতে চাই । আমি নিশ্চিত যে বিশ্ব আজ যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে, তার সমাধানে গিফট সিটির পণ্য ও পরিষেবা সহায়ক হবে । গিফট সিটির গ্লোবাল ফিনটেক ওয়ার্ল্ডের একটি গেটওয়ে ও একটি ফিনটেক ল্যাবরেটরি হওয়ার ক্ষমতা রয়েছে ।’’

প্রধানমন্ত্রী জানান যে বিশ্ব আজ যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হচ্ছে, তার মধ্যে সবচেয়ে বড় হল জলবায়ু পরিবর্তন ৷ বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলির মধ্যে একটি হিসাবে ভারতও এই উদ্বেগগুলির বিষয়ে খুব সচেতন ৷ তাই ভারতকে কম কার্বন অর্থনীতিতে পরিণত করার জন্য প্রয়োজনীয় গ্রিন ক্যাপিটাল তৈরিতে গিফট আইএফএসসি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ৷ কোপ শীর্ষ সম্মেলনে ভারত বিশ্বের কাছে নতুন প্রতিশ্রুতি দিয়েছে ৷ সেই প্রতিশ্রুতি পূরণে কস্ট-ইফেক্টিভ ফিনান্স তৈরি করতে হবে বলে তিনি জানিয়েছেন ৷

প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘‘বিশ্বব্যাংকও বলেছে যে বিশ্বব্যাপী চ্যালেঞ্জের মধ্যে ভারতের কাছ থেকে উচ্চ প্রত্যাশা রয়েছে সকলের । ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলেছে যে ভারতে রেড-ট্যাপিজম (লাল ফিতের ফাঁস) কমে গিয়েছে এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন যে ভারত গ্লোবাল সাউথের নেতৃত্ব দেওয়ার জন্য একটি শক্তিশালী জায়গায় রয়েছে ৷’’

তিনি আরও বলেন, "জি20 চলাকালীন, আমাদের অগ্রাধিকারও ছিল যে সবাই বৈশ্বিক বৃদ্ধি এবং স্থিতিশীলতার জন্য দীর্ঘমেয়াদী আর্থিক পরিস্থিতি তৈরির প্রয়োজনীয়তা বুঝতে পারে । তাহলে সবুজ, আরও সুদূরপ্রসারী ও অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং অর্থনীতির দিকে নিয়ে যাবে ৷"

প্রধানমন্ত্রী জানিয়েছেন, সঠিক নীতি নিয়ে চললে অর্থনৈতিক বৃদ্ধি যে ভালো হয়, তা ভারত দেখিয়ে দিয়েছে ৷ কোভিড অতিমারীর সময়েও যে ভারত দীর্ঘমেয়াদী অর্থনৈতিক বৃদ্ধির কথা ভেবেছে, সেটাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ৷ অতিমারীর সময়ও গিফট আইএফএসসিএ ভালো কাজ করেছে বলে উল্লেখ করে তাদের প্রশংসা শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে ৷ 2047 সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় অর্থনীতি হতে চলেছে ৷ আবারও সেই আশার বাণী শোনান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

আরও পড়ুন:

  1. বাড়ছে না ইএমআইয়ের খরচ, চলতি আর্থিক বছরে জিডিপি বৃদ্ধির অনুমান বাড়িয়ে 7% করল রিজার্ভ ব্যাংক
  2. 2050 সালের মধ্যে 30 ট্রিলিয়নের অর্থনীতিতে পৌঁছবে ভারত, দাবি এইচডিএফসি চেয়ারম্যানের
  3. জিডিপির তথ্য যাচাই করা দরকার, মোদির উলটো সুর স্বামীর

ABOUT THE AUTHOR

...view details