বারাণসী (উত্তরপ্রদেশ), 24 মার্চ: ভারত থেকে যক্ষ্মা নিরাময়ে কেন্দ্রীয় সরকার ঠিক কী কী পদক্ষেপ করেছে, সেই বিষয়ে শুক্রবার জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ তাঁর কথায়, গত ন’বছরে 'নি-ক্ষয় মিত্র'-এর মতো উদ্যোগের মাধ্যমে যক্ষ্মার বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ৷ এই উদ্য়োগে জনসাধারণের অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন ৷ তিনি জানান, 2030 সালের মধ্যে পুরো বিশ্বকে যক্ষ্মা মুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে ৷ কিন্তু ভারত 2025 সালের মধ্যে সেই লক্ষ্যে পৌঁছাতে চায় (PM Modi on Eradicating Tuberculosis) ৷
এদিন উত্তরপ্রদেশের বারাণসীতে ‘ওয়ান ওয়ার্ল্ড টিবি সামিট-এ অংশ নেন প্রধানমন্ত্রী ৷ সেখানেই তিনি এই কথা জানিয়েছেন ৷ ওই অনুষ্ঠানে যক্ষ্মা সংক্রান্ত ভারতের বার্ষিক রিপোর্টও প্রকাশ করা হয় ৷ তাছাড়া যক্ষ্মা মুক্ত পঞ্চায়েত নামে একটি কর্মসূচিরও সূচনা করেন প্রধানমন্ত্রী (TB Mukt Panchayat Initiative) ৷ ওই কর্মসূচির মাধ্যমে আরও কম সয়ে যক্ষ্মার চিকিৎসা ও পরিবার কেন্দ্রিক উপায়ে রোগীদের সেবা করার পদ্ধতি রয়েছে ৷ সারা ভারতেই এই কর্মসূচি নেওয়া হতে চলেছে ৷
প্রধানমন্ত্রী বলেন, "আমরা 'নি-ক্ষয় মিত্র'-এর অধীনে জনগণকে একজন যক্ষ্মা রোগীকে দত্তক নেওয়ার আহ্বান জানিয়েছিলাম । এই মিশনের পরে প্রায় 10 লক্ষ যক্ষ্মা রোগীকে ভারতের সাধারণ মানুষ দত্তক নিয়েছেন । আপনি জেনে অবাক হবেন যে এমনকি 10-12 বছরের শিশুরাও 'নি-ক্ষয় মিত্র' হয়ে লড়াইয়ে অবদান রাখছে । এই ‘নি-ক্ষয় মিত্র’দের অর্থনৈতিক সহায়তা 1 লক্ষ কোটিরও বেশি ছাড়িয়েছে । ভারতে এমন একটি সামাজিক উদ্যোগ খুবই অনুপ্রেরণাদায়ক ৷"