নয়াদিল্লি, 23 ফেব্রুয়ারি: সোলার, উইন্ড ও বায়োগ্যাসের সঙ্গে সোনার খনি ও তেল উত্তোলনের তুলনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ বৃহস্পতিবার তিনি অংশ নেন গ্রিন এনার্জির (Green Energy) অগ্রগতি সংক্রান্ত একটি ওয়েবিনারে ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেন ৷ তাঁর কথায়, বেসরকারি ক্ষেত্রে ব্যবসার সম্ভাবনার দিক থেকে সোনার খনি ও তেল উত্তোলনের থেকে কোনও অংশে কম নয় সোলার, উইন্ড ও বায়োগ্যাস তৈরি করা ৷
চলতি মাসের প্রথমদিন লোকসভায় 2023-24 আর্থিক বছরের জন্য বাজেট (Union Budget 2023) পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (FM Nirmala Sitharaman) ৷ সেখানে তিনি কেন্দ্রীয় সরকারের সাতটি অগ্রাধিকারের কথা উল্লেখ করেন ৷ তার মধ্যে একটি হল গ্রিন এনার্জির অগ্রগতি ৷ সেই নিয়েই এদিনের ওয়েবিনারের আয়োজন করা হয় (Post Budget Webinar on Green Growth) ৷ উল্লেখ্য, বাজেটে যে প্রস্তাবগুলি রাখা হয়েছে, তা নিয়ে বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের মতামত চায় মোদি সরকার ৷ সেই কারণে বাজেট পরবর্তী 12টি ওয়েবিনারের আয়োজনের পরিকল্পনা করা হয় ৷ এদিনের ওয়েবিনারটি ওই 12টির মধ্যেই পড়ছে ৷ আর এই সিরিজের এটাই প্রথম ওয়েবিনার বলে জানা গিয়েছে ৷
সেখানে ভাষণ দেওয়ার সময় গ্রিন এনার্জির ইতিবাচক দিকগুলি তুলে ধরেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "ভারতের যানবাহন স্ক্র্যাপিং নীতি ভারতের গ্রিন গ্রোথ (Green Growth) স্ট্রাটেজির একটি মূল অংশ । আমরা তিন লক্ষেরও বেশি যানবাহন স্ক্র্যাপ করতে যাচ্ছি । এই বাজেট ভারতের ভবিষ্যতের নিরাপত্তার জন্য একটি সুযোগ দিয়েছে । বাজেটের নীতিগুলি বাস্তবায়নের জন্য আমাদের সম্মিলিতভাবে ও দ্রুত কাজ করতে হবে ৷"
এবারের বাজেটে বিভিন্ন ক্ষেত্র ও মন্ত্রকের অধীনে অনেকগুলি প্রকল্প এবং উদ্যোগের পরিকল্পনা করা হয়েছে । তার মধ্যে রয়েছে গ্রিন হাইড্রোজেন মিশন, এনার্জি ট্রানজিশন, এনার্জি স্টোরেজ প্রজেক্ট, রিনিউয়েবল এনার্জি ইভাকুয়েশন, গ্রিন ক্রেডিট প্রোগ্রাম, পিএম-প্রণাম, গোবরধন স্কিম, ভারতীয় প্রকৃতিক খেতি রিসোর্স-ইনসোর্স সেন্টার, মিস্টি, অমৃত ধরোহর, কোস্টাল শিপিং ও যানবাহন বদলানো ।