পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Independence Day 2023: 'ভারতকে থামানো যাবে না', স্বাধীনতা দিবসে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী মোদি

লোকসভা নির্বাচনের আগে এটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শেষ স্বাধীনতা দিবসের বক্তৃতা ৷ তিনি ভারতের উজ্জ্বল ভবিষ্যতের কথা তুলে ধরলেন ৷ তাঁর সময়ে যে সিদ্ধান্ত, ত্যাগ করা হচ্ছে, তার প্রভাব থাকবে আগামী এক হাজার বছর, আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদি ৷

ETV Bharat
স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

By

Published : Aug 15, 2023, 11:20 AM IST

নয়াদিল্লি, 15 অগস্ট: আগামী পাঁচ বছরে উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে 'নতুন ভারত' উঠে আসবে, আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার সকালে 77তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দেশাবাসীর উদ্দেশ্যে বার্তায় তিনি আরও জানান, এই সময়কালে দেশের সম্ভাবনাকে তুলে ধরতে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যে ত্যাগগুলি করা হচ্ছে, পরবর্তী এক হাজার বছরেও তার প্রভাব থাকবে ৷

এদিন প্রধানমন্ত্রী বলেন, "আজ আমাদের কাছে জনসংখ্যা আছে, গণতন্ত্র আছে, বৈচিত্র্য আছে ৷ আর এই তিনটি বিষয় 'ত্রিবেণী'ই ভারতের প্রতিটি স্বপ্নকে সত্যি করে তুলতে পারবে ৷" দুনিয়ার তাবড় বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারতকে এবার কোনও ভাবেই থামানো যাবে না, জানালেন আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী ৷

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটু নতুন বিশ্ব গড়ে উঠেছে ৷ তেমনই কোভিড-19-এর পরেও নতুন একটা ভূ-রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে ৷ আমি এটা স্পষ্ট দেখতে পাচ্ছি ৷ বিশ্বটাকে বদলানোর ক্ষেত্রে 140 কোটি ভারতীয়র শক্তি আমি দেখতে পাচ্ছি ৷"

আজ প্রধানমন্ত্রী 90 মিনিটের দীর্ঘ বক্তৃতা দেন ৷ বিগত দশ বছরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তিনি তুলে ধরেন লালকেল্লা থেকে ৷ তার মধ্যে দেশের প্রতিরক্ষা, নারীর ক্ষমতায়ন, প্রান্তিক ও দরিদ্র শ্রেণির জন্য কল্যাণকর প্রকল্পগুলির কথা উল্লেখ করেন তিনি ৷

আরও পড়ুন: 'মহিলাদের সম্মান ভূলুণ্ঠিত হয়েছে', স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর গলায় মণিপুর-উদ্বেগ

পরবর্তী লোকসভা নির্বাচন 2024 সালে ৷ তার আগে এটাই নরেন্দ্র মোদির স্বাধীনতা দিবসে শেষ ভাষণ ৷ তিনি বলেন, "ভারত একটা অস্থিরতার যুগ থেকে মুক্তি পেয়েছে ৷ 2014 সালে আমরা দশম বৃহত্তম অর্থনীতি ছিলাম ৷ আজ 140 কোটি ভারতীয়র প্রচেষ্টায় বিশ্বের মধ্যে পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছি ৷" এখানে তিনি দুর্নীতি প্রসঙ্গ উত্থাপন করে বলেন, "দুর্নীতি দৈত্য দেশটাকে চেপে ধরেছিল ৷ আমরা সেই সব পথ বন্ধ করেছি ৷ একটা শক্তিশালী অর্থনীতি গড়ে তুলেছি ৷" প্রধানমন্ত্রী জানান, তাঁর সরকারের নীতিতে 'রাষ্ট্রই প্রথম' ৷ 2014 এবং 2019 সালে জনগণ যে সরকার গড়েছে, তার লক্ষ্য সংস্কার ৷

ABOUT THE AUTHOR

...view details