বেঙ্গালুরু (কর্ণাটক), 9 মে: আগামিকাল কর্ণাটকে বিধানসভা নির্বাচন ৷ তার একদিন আগে মঙ্গলবার দক্ষিণ ভারতের ওই রাজ্যে ভোট প্রচারের অভিজ্ঞতা সকলকে শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর কথায়, গত কয়েকদিন ধরে কর্ণাটকে তিনি যে ভালোবাসা পেয়েছেন, তা থেকে ওই রাজ্যকে শীর্ষস্থানে নিয়ে যাওয়ার সংকল্প আরও দৃঢ় হয়েছে ৷
নির্বাচনী আদর্শ আচরণ বিধি অনুযায়ী সোমবার বিকেল 5টাতেই শেষ হয়ে গিয়েছে কর্ণাটক বিধানসভা ভোটের প্রচার ৷ তাই কর্ণাটকে বিজেপির হয়ে আর কোনও কিছু বলার সুযোগ নেই নরেন্দ্র মোদির কাছে ৷ সেই সব কিছু বললেই লঙ্ঘন হবে নির্বাচনী বিধির ৷ রাজনৈতিক মহলের মতে, সেই কারণেই কৌশলে নির্বাচনী প্রচারের সময়ের অভিজ্ঞতা সকলকে শুনিয়েছেন প্রধানমন্ত্রী ৷
এ দিন টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেছেন প্রধানমন্ত্রী ৷ সঙ্গে একটি ছবিতে নিজের বার্তা তুলে ধরেছেন ৷ প্রধানমন্ত্রীর কথায়, ‘‘কর্ণাটকের প্রতিটি নাগরিকের স্বপ্ন আমার স্বপ্ন । আপনাদের সংকল্প, আমার সংকল্প । আমরা যখন একত্র হই এবং আমাদের মনকে একটি লক্ষ্যে স্থির করি, তখন বিশ্বের কোনও শক্তি আমাদের থামাতে পারবে না ৷’’