পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Narendra Modi: নারীদের বন্ধন মুক্ত করতে সর্বাত্মক চেষ্টা করেছে বিজেপি সরকার, মন্তব্য প্রধানমন্ত্রী মোদির - বিজেপি

PM Narendra Modi on Women's Reservation Bill: শুক্রবার নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে সংবর্ধনা দেওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ আইনসভায় মহিলাদের আসন সংরক্ষণ সংক্রান্ত বিল পাশ হওয়ায় এই সংবর্ধনা দেওয়া হয় ৷ গত মঙ্গলবার কেন্দ্রের মোদি সরকার এই বিল লোকসভায় পেশ করে ৷ বুধবার সংসদের নিম্নকক্ষে তা পাশ হয় ৷ বৃহস্পতিবার রাজ্যসভায় সর্বসম্মতিক্রমে এই বিল পাশ হয়েছে ৷

PM Narendra Modi/PHOTO - Narendra Modi X Handle
PM Narendra Modi/PHOTO - Narendra Modi X Handle

By PTI

Published : Sep 22, 2023, 11:55 AM IST

Updated : Sep 22, 2023, 12:27 PM IST

নয়াদিল্লি, 22 অক্টোবর: সংসদে পাশ হয়েছে আইনসভায় মহিলাদের আসন সংরক্ষণ সংক্রান্ত বিল ৷ সেই কারণে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংবর্ধনা দিলেন বিজেপির মহিলা নেত্রী ও কর্মীরা ৷ সংবর্ধনা পাওয়ার পর দলের নারী-সতীর্থদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমাদের সরকার নারীদের নিরাপত্তা, সম্মান, সমৃদ্ধির জন্য বিভিন্ন প্রকল্প তৈরি করে তাঁদের বন্ধন মুক্ত করার সর্বাত্মক চেষ্টা করেছে ৷’’

এ দিন নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে সংবর্ধনা দেওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ সেখানে উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রের দুই মন্ত্রী নির্মলা সীতারমন, স্মৃতি ইরানি-সহ আরও অনেকে ৷ এছাড়াও ছিলেন প্রচুর বিজেপি মহিলা কর্মী-সমর্থক ৷ তাঁদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তাঁর সরকারের আমলে হওয়া নারীকেন্দ্রিক প্রকল্পের কথা তুলে ধরেন ৷

আরও পড়ুন:রাজ্যসভায় পাশ মহিলা সংরক্ষণ বিল, বিপক্ষে শূন্য ভোট

প্রধানমন্ত্রী বলেন, "আমি ভারতের মা, বোন ও কন্যাদের অভিনন্দন জানাই । আমরা 21 ও 22 সেপ্টেম্বর একটি নতুন ইতিহাস তৈরি হতে দেখেছি । এটা আমাদের সৌভাগ্য যে মানুষ আমাদের এই ইতিহাস তৈরি করার সুযোগ দিয়েছে ।" প্রধানমন্ত্রীর আরও দাবি, "আগামী প্রজন্ম এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা করবে ।’’ নারীশক্তি বন্ধন অধিনিয়ম পাশের জন্য তিনি দেশের সকলকে অভিনন্দন জানিয়েছেন ।

গত সোমবার সংসদে বিশেষ অধিবেশন শুরু হয় ৷ আজ সেই অধিবেশন শেষ হতে চলেছে ৷ এই অধিবেশনের প্রথম দিন পুরনো সংসদ ভবনে বসে ৷ সেদিন সন্ধ্যায় মন্ত্রিসভার বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানেই এই বিল পেশের বিষয়ে সিদ্ধান্ত হয় ৷ পরদিন মঙ্গলবার সংসদের পুরনো ভবনের সেন্ট্রাল হলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ তার পর নতুন ভবনে গিয়ে লোকসভার অধিবেশন বসে ৷

লোকসভার নতুন অধিবেশন কক্ষে প্রথম বিল হিসেবে কেন্দ্রীয় সরকার নারীশক্তি বন্ধন অধিনয়ম 2023 পেশ করে ৷ বুধবার দিনভর আলোচনার পর লোকসভায় এই বিল পাশ হয় ৷ বৃহস্পতিবার রাজ্যসভায় এই বিল পাশ হয় ৷ সংসদের দুই কক্ষে পাশের জন্য প্রধানমন্ত্রী আগেই একাধিকবার সকলকে ধন্যবাদ দিয়েছেন ৷ আর এই বিল যে ভারতে ইতিহাস সৃষ্টি করল, সেই কথাও বারবার বলেছেন ৷

আরও পড়ুন:'মেয়েদের সামনের সারিতে আনবে এই বিল', 'নারী শক্তিবন্ধন অধিনিয়ম' নিয়ে একমত তমন্না-দিব্যা

এ দিনও দলের সদর দফতর থেকে সেই একই কথা বলতে শোনা যায় প্রধানমন্ত্রীকে ৷ তিনি বলেন, "কিছু সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ পরিবর্তন করার ক্ষমতা রাখে ও আমরা এমন একটি সিদ্ধান্তের সাক্ষী ।" প্রধানমন্ত্রীর আরও বক্তব্য, এটা কোনও স্বাভাবিক আইন নয় ৷ এটি নতুন ভারতের নতুন গণতান্ত্রিক প্রতিশ্রুতির ঘোষণা ।

বিজেপিও বরাবর নারীশক্তিকে এগিয়ে রাখার নীতি নিয়ে চলে, এ দিন এমন কথাও শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখে ৷ তিনি বলেন, "বিজেপি এই আইনের মাধ্যমে গণতন্ত্রে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য গত তিন দশক ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল । এটি আমাদের প্রতিশ্রুতি ছিল এবং আজ আমরা তা পূরণ করেছি ।"

পাশাপাশি তিনি জনগণের উদ্দেশ্যে রাজনৈতিক বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর দাবি, স্থায়ী সরকারই একমাত্র পারে এই ধরনের সাহসী সিদ্ধান্ত নিতে ৷ সেই কারণে দেশকে এগিয়ে নিয়ে যেতে স্থায়ী সরকারের প্রয়োজন ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:মহিলা সংরক্ষণ বিল পাশ ভারতীয় সংসদের সোনালি মুহূর্ত, লোকসভায় বললেন প্রধানমন্ত্রী

Last Updated : Sep 22, 2023, 12:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details