নয়াদিল্লি, 22 অক্টোবর: সংসদে পাশ হয়েছে আইনসভায় মহিলাদের আসন সংরক্ষণ সংক্রান্ত বিল ৷ সেই কারণে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংবর্ধনা দিলেন বিজেপির মহিলা নেত্রী ও কর্মীরা ৷ সংবর্ধনা পাওয়ার পর দলের নারী-সতীর্থদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমাদের সরকার নারীদের নিরাপত্তা, সম্মান, সমৃদ্ধির জন্য বিভিন্ন প্রকল্প তৈরি করে তাঁদের বন্ধন মুক্ত করার সর্বাত্মক চেষ্টা করেছে ৷’’
এ দিন নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে সংবর্ধনা দেওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ সেখানে উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রের দুই মন্ত্রী নির্মলা সীতারমন, স্মৃতি ইরানি-সহ আরও অনেকে ৷ এছাড়াও ছিলেন প্রচুর বিজেপি মহিলা কর্মী-সমর্থক ৷ তাঁদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তাঁর সরকারের আমলে হওয়া নারীকেন্দ্রিক প্রকল্পের কথা তুলে ধরেন ৷
আরও পড়ুন:রাজ্যসভায় পাশ মহিলা সংরক্ষণ বিল, বিপক্ষে শূন্য ভোট
প্রধানমন্ত্রী বলেন, "আমি ভারতের মা, বোন ও কন্যাদের অভিনন্দন জানাই । আমরা 21 ও 22 সেপ্টেম্বর একটি নতুন ইতিহাস তৈরি হতে দেখেছি । এটা আমাদের সৌভাগ্য যে মানুষ আমাদের এই ইতিহাস তৈরি করার সুযোগ দিয়েছে ।" প্রধানমন্ত্রীর আরও দাবি, "আগামী প্রজন্ম এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা করবে ।’’ নারীশক্তি বন্ধন অধিনিয়ম পাশের জন্য তিনি দেশের সকলকে অভিনন্দন জানিয়েছেন ।
গত সোমবার সংসদে বিশেষ অধিবেশন শুরু হয় ৷ আজ সেই অধিবেশন শেষ হতে চলেছে ৷ এই অধিবেশনের প্রথম দিন পুরনো সংসদ ভবনে বসে ৷ সেদিন সন্ধ্যায় মন্ত্রিসভার বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানেই এই বিল পেশের বিষয়ে সিদ্ধান্ত হয় ৷ পরদিন মঙ্গলবার সংসদের পুরনো ভবনের সেন্ট্রাল হলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ তার পর নতুন ভবনে গিয়ে লোকসভার অধিবেশন বসে ৷
লোকসভার নতুন অধিবেশন কক্ষে প্রথম বিল হিসেবে কেন্দ্রীয় সরকার নারীশক্তি বন্ধন অধিনয়ম 2023 পেশ করে ৷ বুধবার দিনভর আলোচনার পর লোকসভায় এই বিল পাশ হয় ৷ বৃহস্পতিবার রাজ্যসভায় এই বিল পাশ হয় ৷ সংসদের দুই কক্ষে পাশের জন্য প্রধানমন্ত্রী আগেই একাধিকবার সকলকে ধন্যবাদ দিয়েছেন ৷ আর এই বিল যে ভারতে ইতিহাস সৃষ্টি করল, সেই কথাও বারবার বলেছেন ৷