বারাণসী, 18 ডিসেম্বর: দাসত্বের মানসিকতা থেকে মুক্ত হওয়ার ঘোষণা করেছে দেশ ৷ আর এই দেশের মানুষ এখন নিজেদের ঐতিহ্য নিয়ে গর্ববোধ করেন ৷ সোমবার একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এ দিন উত্তরপ্রদেশের বারাণসীতে তিনি বিশ্বের বৃহত্তম ধ্যান কেন্দ্র স্বরবেদ মহামন্দিরের উদ্বোধন করেন ৷ সেখানেই এই কথা জানিয়েছেন তিনি ৷
প্রধানমন্ত্রী বলেন, "দাসত্বের যুগে, যারা ভারতকে দুর্বল করার চেষ্টা করেছিল, তারা প্রথমে আমাদের প্রতীকগুলিকে আক্রমণ করেছিল । স্বাধীনতার পরে এই সাংস্কৃতিক প্রতীকগুলির পুনর্নির্মাণ অপরিহার্য ছিল । ভারত স্বাধীন হওয়ার পরে সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের বিরোধিতা হয়েছিল এবং এই চিন্তাধারা কয়েক দশক ধরে প্রভাব বিস্তার করে রেখেছিল ।"
এই নিয়ে তাঁর আরও বক্তব্য, এর পরিণতিতে ভারত হীনমন্যতার গর্তে পড়ে গেল এবং তার ঐতিহ্য নিয়ে গর্ববোধ করতে ভুলে গেল । স্বাধীনতার সাত দশক পরে, সময়ের চাকা আবার ঘুরেছে । লাল কেল্লা থেকে দেশ দাসত্বের মানসিকতা থেকে মুক্ত হওয়ার ঘোষণা করেছে ৷ আর তার ঐতিহ্য সম্পর্কে গর্ববোধ করা শুরু করেছে ৷ সোমনাথ মন্দির থেকে শুরু হওয়া কাজ এখন প্রচারে পরিণত হয়েছে । এখন বিশ্বনাথের মহিমা ভারতের গৌরবগাথা প্রচার করছে ৷