পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

HBD PM Narendra Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন, বালি-শস্যদানায় মূর্তি গড়লেন শিল্পীরা - চন্দ্রযান 3

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ৷ তাঁকে শুভেচ্ছা জানাতে সেজে উঠেছে সারাদেশ ৷ গুজরাতের গান্ধিনগরে বালি দিয়ে তৈরি হল তাঁর আবক্ষমূর্তি ৷ আবার মহারাষ্ট্রের পুনেতে শস্য দানায় ফুটে উঠলেন তিনি ৷

ETV Bharat
নরেন্দ্র মোদির জন্মদিনে বালি দিয়ে তৈরি তাঁর আবক্ষ মূর্তি ও শস্য দিয়ে তৈরি মূর্তি

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 7:01 AM IST

Updated : Sep 17, 2023, 12:56 PM IST

গুজরাতের গান্ধিনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে বালুভাস্কর্য

গান্ধিনগর ও পুনে, 17 সেপ্টেম্বর: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ৷ এবছর তিনি 73-এ পা দিলেন ৷ তাঁর জন্মদিনে উৎসবের মেজাজ সারা দেশে ৷ প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে বালি দিয়ে তাঁর মূর্তি গড়া হল তাঁরই রাজ্য গুজরাতে ৷ আরেক দিকে খাদ্যশস্যের দানা ব্যবহার করে প্রধানমন্ত্রী মোদির মূর্তি তৈরি হল মহারাষ্ট্রের পুনেতে ৷

গুজরাতের উপকূলীয় জেলা কচ্ছের শিল্পী অনিল জোশী বালি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবক্ষ মূর্তি তৈরি করেছেন ৷ সাধারণ সমুদ্রের ধারে সমুদ্র সৈকতে এধরনের শিল্পনিদর্শন দেখা যায় ৷ তবে প্রধানমন্ত্রীর জন্মদিনে সমুদ্র থেকে দূরে গান্ধিনগরে বালি দিয়ে এই ভাস্কর্য তৈরি করেছেন শিল্পী অনিল ৷

আরও পড়ুন: জি20'র যৌথ ঘোষণাপত্রে সহমত রাষ্ট্রনেতারা, বড় কূটনৈতিক সাফল্য ভারতের

এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবক্ষ মূর্তির একপাশে রয়েছে চন্দ্রযান-3-এর ছবি ৷ আরেকদিকে ফুটিয়ে তোলা হয়েছে দিল্লিতে সদ্য সমাপ্ত জি-20 শীর্ষ সম্মেলন ৷ মিশন চন্দ্রযানে ইসরোর তৈরি মহাকাশযান চাঁদের মাটিতে সফল অবতরণ করেছে ৷ গত 23 অগস্ট এই ঘটনার সাক্ষী ছিলেন প্রধানমন্ত্রী ৷ আবার জি-20 সম্মেলনে দুনিয়ার তাবড় রাষ্ট্রনায়কদের আমন্ত্রণ জানিয়েছিল ভারত ৷ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ-সহ বহু রাষ্ট্রনেতারা দিল্লিতে এসেছিলেন এই শীর্ষ সম্মেলনে যোগ দিতে ৷ রাজনীতিকদের চাঁদের হাট বসেছিল রাজধানীতে ৷

শিল্পী অনিল জোশী জানালেন, বালি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবক্ষ মূর্তি, তার সঙ্গে জি-20 ও চন্দ্রযান-3 গড়তে তিন জন শিল্পী 24 ঘণ্টা ধরে কাজ করে গিয়েছেন ৷ আর তিনি এই শিল্পকীর্তি গড়ার অনুপ্রেরণা পেয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রীর থেকেই ৷ প্রধানমন্ত্রী গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন ওড়িশা থেকে শিল্পী এনে সমুদ্র সৈকতে বালুশিল্প গড়তেন ৷ তখন তিনিই উৎসাহ দিয়েছিলেন, গুজরাতের শিল্পীরাও একদিন বালুভাস্কর্য তৈরি করতে পারবে ৷ তার ফল এই শিল্পকলা, জানালেন অনিল ৷

অন্যদিকে মহারাষ্ট্রের পুনেতে তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর মূর্তি, তবে তা খাদ্যশস্য দিয়ে ৷ তাঁর 9 বছরের শাসনকালে তিনি চাষিদের জন্য সুবিধেজনক কিছু প্রকল্প চালু করেছেন ৷ তাই পুনের বিজেপি কর্মী-সমর্থকরা প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এই উদ্যোগ নিয়েছিল ৷ 3 জন শিল্পী 16 ঘণ্টা ধরে অক্লান্ত পরিশ্রম করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই মূর্তি তৈরি করেছেন ৷

আরও পড়ুন: 'টেন্ডার ছাড়াই চাঁদে ফ্ল্যাট তৈরি করবেন আদানি', এক তিরে মোদি-গৌতমকে কটাক্ষ মহুয়ার

এতে গম, তিনরকমের তিলের বীজ, ডাল, মুগ আরও নানাধরনের শস্যের দানা ব্যবহার করা হয়েছে ৷ এই মূর্তি তৈরি করতে গিয়ে নষ্ট হয়ে প্রায় 60 কেজি শস্য ৷ শুক্রবার এই মূর্তিটির উদ্বোধন হয়েছে ৷ শুক্র থেকে আজ রবিবার পর্যন্ত এই মূর্তিটি রাখা থাকবে ৷ এরপর এই শস্যগুলি দলীয় কার্যালয়ে পাঠানো হবে ৷

Last Updated : Sep 17, 2023, 12:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details