পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Narendra Modi : ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার বার্তা দিয়ে ওয়াশিংটনের পথে মোদি

আজ, সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 22-25 সেপ্টেম্বর তিনি সেখানে থাকবেন ৷ 24 সেপ্টেম্বর তাঁর বৈঠক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ৷ পরদিন তিনি ভাষণ দেবেন রাষ্ট্রসংঘের 76 তম সাধারণ অধিবেশনে ৷ তার পর কোয়াডের বৈঠকেও যোগ দেবেন ৷

pm narendra modi said occasion to strengthen strategic ties between india and us before he leaves for washington
Narendra Modi : ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার বার্তা দিয়ে ওয়াশিংটনের পথে মোদি

By

Published : Sep 22, 2021, 5:09 PM IST

Updated : Sep 22, 2021, 6:27 PM IST

নয়াদিল্লি, 22 সেপ্টেম্বর : ভারত (India) ও মার্কিন যুক্তরাষ্ট্রের (United Sates of America) সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সারা বিশ্বের কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে আরও শক্তিশালী হবে ৷ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার আগেই এই বার্তাই দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷

সোমবার তিনি রওনা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে ৷ তার আগে প্রধানমন্ত্রীর তরফে একটি বিবৃতি পেশ করা হয়েছে ৷ সেখানে তিনি জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও জাপান (Japan) ও অস্ট্রেলিয়ার (Australia) সঙ্গে সম্পর্ক তাঁর এই সফরে আরও মজবুত হবে ৷

আরও পড়ুন :Chief of Air Staff : পরবর্তী বায়ুসেনা প্রধান হচ্ছেন এয়ার মার্শাল ভিআর চৌধুরী

এছাড়া নরেন্দ্র মোদি জানিয়েছেন যে এবারের সফরে তিনি রাষ্ট্রসংঘের (United Nations) সাধারণ অধিবেশনেও বক্তৃতা দেবেন ৷ সেখানে কোভিড-19 মহামারি (Covid-19 Pandemic), সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরবেন ৷

প্রধানমন্ত্রী তিনদিনের মার্কিন সফরে গেলেন ৷ 22 থেকে 25 সেপ্টেম্বরের এই সফরে তিনি 24 সেপ্টেম্বর সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (US President Joe Biden) সঙ্গে ৷ সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘আমি প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে সারা বিশ্বের কৌশলগত অংশীদারিত্বের হিসেবে ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে পর্যালোচনা করব ৷ দু’পক্ষের জন্য গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বিশ্বব্যাপী বিষয়গুলি নিয়েও মতামত বিনিময় করা হবে ৷’’

আরও পড়ুন :Taliban: রাষ্ট্রসঙ্ঘে আফগানিস্তানের বিশেষ প্রতিনিধি সুহেল শাহিন

নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসেরও (US Vice President Kamala Harris) বৈঠক হবে ৷ সেই বৈঠকেও ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে পারষ্পরিক সহযোগিতা এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনার জন্য তিনি মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন মোদি ৷

রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশন ও মার্কিন প্রেসিডেন্ট-ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক ছাড়াও এই তিনদিনের মধ্যে কোয়াডের বৈঠকেও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ৷ ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে তৈরি এই চর্তুদেশীয় জোটের বৈঠকে সদস্যরা ৷ এই প্রথম সশরীরে উপস্থিত থাকবেন ৷ সেখানে মোদি ছাড়াও থাকবেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা ৷ এর আগে মার্চে কোয়াডের নেতারা ভার্চুয়াল বৈঠক করেছিলেন ৷

আরও পড়ুন :Indo-Pacific Quad Summit : চিনের আধিপত্য রুখতে সিকিওর সেমিকন্ডাক্টর চিপ সরবরাহ করবে কোয়াড দেশগুলি

কোয়াডের বৈঠকের ফাঁকে অস্ট্রেলিয়া ও জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলেও জানিয়েছেন মোদি ৷ সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ও বিশ্বব্যাপী ইস্যুগুলি নিয়েও আলোচনা হবে ৷

Last Updated : Sep 22, 2021, 6:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details