নয়াদিল্লি, 26 জুন : আগামী প্রজন্ম যেন জীবনে অন্তত একবার অযোধ্যা ভ্রমণের ইচ্ছে প্রকাশ করেন ৷ এই বিষয়টিকে মাথায় রেখেই উন্নয়ন করতে হবে রামের জন্মভূমিতে (Ram Janmabhoomi) ৷ এমনটাই চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ শনিবার অযোধ্যার (Ayodhya) উন্নয়ন নিয়ে একটি ভার্চুয়াল বৈঠকে তিনি এই কথা জানিয়েছেন ৷ সরকারের একটি সূত্র থেকে এমনটাই জানা গিয়েছে ৷
ওই সূত্র জানিয়েছে যে প্রধানমন্ত্রী বৈঠকে বলেছেন, অযোধ্যার উন্নয়ন এমন ভাবে যার সঙ্গে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের মিল থাকে ৷ আর এতে যেন সকলের লাভ হয় ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, যেভাবে ভগবান রামের সকলকে একত্র করার শক্তি ছিল, সেভাবে মানুষের স্বাস্থ্যকর অংশগ্রহণের কথা মাথায় রেখেই অযোধ্যার উন্নয়নের পরিকল্পনা করতে হবে ৷ আর তার মধ্যে বর্তমান যুব সমাজকেও জড়িয়ে নিতে হবে ৷
আরও পড়ুন :Modi-Yogi meet : অযোধ্যার উন্নয়ন নিয়ে যোগীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক মোদির
প্রসঙ্গত, 2019 সালের শেষে সুপ্রিম কোর্ট অযোধ্যায় রামমন্দির নির্মাণের অনুমতি দেয় ৷ আদালতের নির্দেশে কেন্দ্রীয় সরকার রামমন্দির নির্মাণের জন্য একটি ট্রাস্ট গড়ে দেয় ৷ 2020 সালের 5 অগস্ট রামমন্দিরের ভূমিপুজো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মন্দির নির্মাণের কাজও শুরু হয়েছে ৷ তাই সেখানকার উন্নয়নের দিকটিও মাথায় রাখছে কেন্দ্র ও রাজ্য উভয় সরকার ৷