দিল্লি, 24 ফেব্রুয়ারি: তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার জন্মদিনে তাঁকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জয়ললিতার ৭৩ তম জন্মদিনে আজ, বুধবার তাঁকে টুইটে শুভেচ্ছা জানালেন তিনি।
টুইট বার্তায় তিনি লেখেন, 'জনগণের নীতি নির্ধারণী এবং নিম্নশ্রেণির ক্ষমতায়নের প্রচেষ্টার জন্য জয়ললিতা ব্যাপক প্রশংসিত।' জন্মদিনে তাঁকে স্মরণ করে তিনি লেখেন, 'দেশের নারী শক্তিকে শক্তিশালী করতে জয়ললিতাজীর ভূমিকা উল্লেখযোগ্য।'