পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জন্মদিনে জয়ললিতাকে স্মরণ প্রধানমন্ত্রীর - Tamilnadu CM

তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার জন্মদিনে তাঁকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জয়ললিতার জন্মদিনে তাঁকে টুইটে শুভেচ্ছা জানালেন তিনি।

Narendra Modi pm
Narendra Modi

By

Published : Feb 24, 2021, 1:08 PM IST

দিল্লি, 24 ফেব্রুয়ারি: তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার জন্মদিনে তাঁকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জয়ললিতার ৭৩ তম জন্মদিনে আজ, বুধবার তাঁকে টুইটে শুভেচ্ছা জানালেন তিনি।

টুইট বার্তায় তিনি লেখেন, 'জনগণের নীতি নির্ধারণী এবং নিম্নশ্রেণির ক্ষমতায়নের প্রচেষ্টার জন্য জয়ললিতা ব্যাপক প্রশংসিত।' জন্মদিনে তাঁকে স্মরণ করে তিনি লেখেন, 'দেশের নারী শক্তিকে শক্তিশালী করতে জয়ললিতাজীর ভূমিকা উল্লেখযোগ্য।'

আড়ও পড়ুন: শিল্প থেকে বাংলার সংস্কৃতির বেহাল দশা, একসুরে বাম-তৃণমূলকে বিঁধলেন মোদি

সামনেই তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। সম্প্রতি জানা গিয়েছে, যে বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ললিতার এআইএডিএমকের সঙ্গে জোট করে বিধানসভা নির্বাচনে লড়বে। ২০১৬ সালের ডিসেম্বরে মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন প্রয়াত হন জয়ললিতা।

ABOUT THE AUTHOR

...view details