পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Chandrayaan-3 Moon Landing: পৃথিবীতে নেওয়া সংকল্প চাঁদে সফল হল, চন্দ্রযান-3'র সাফল্য নিয়ে মন্তব্য প্রধানমন্ত্রীর - চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছল ভারত

PM Narendra Modi on Chandrayaan-3 Landing on Moon: বুধবার সন্ধ্যায় সাফল্যের সঙ্গে চন্দ্রযান-3 এর ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ৷ তার পর এই অভিযানের সঙ্গে যুক্ত ইসরোর সকল বিজ্ঞানীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও ৷

Photo Courtsey : ANI X
ছবি সৌজন্যে : এএনআই এক্স

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 6:26 PM IST

Updated : Aug 23, 2023, 8:50 PM IST

চন্দ্রযান-3'র সাফল্য নিয়ে মন্তব্য প্রধানমন্ত্রীর

বেঙ্গালুরু, 23 অগস্ট: অবশেষে এল সাফল্য ৷ চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছল ভারত ৷ সফল ভাবে অবতরণ করল চন্দ্রযান-3 এর ল্যান্ডার বিক্রম ৷ দেশের মহাকাশ গবেষণার এই সাফল্যে গর্বিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, ‘‘আমরা পৃথিবীতে সংকল্প নিয়েছিলাম ৷ আর চাঁদে তার সাফল্য এল ৷ ভারত এখন চাঁদে ৷ চাঁদের পথে হাঁটতে পারবে ভারত ৷’’

গতকাল, মঙ্গলবার ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বুধবার সেখান থেকে ভার্চুয়ালি তিনি এই চন্দ্রযান-3 এর অবতরণের সময় ইসরোর সদর দফতরে অন্য বিজ্ঞানীদের সঙ্গে সংযুক্ত হন ৷ নির্ধারিত সময়ে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছায় চন্দ্রযান-3 এর বিক্রম ল্যান্ডার অবতরণ করে ৷ তার পর দক্ষিণ আফ্রিকা থেকেই ভার্চুয়ালি ভাষণ দেন প্রধানমন্ত্রী ৷

তিনি শুরুতেই এই ঐতিহাসিক মুহূর্তের জন্য দেশবাসীকে অভিনন্দন জানান ৷ তাঁর কথায়, এই সাফল্য উন্নত ভারতের ঘোষণা করল ৷ তিনি বলেন, ‘‘আমরা নতুন ভারতের নতুন উড়ানের সাক্ষী হলাম ৷ এখন ইতিহাস লেখা হয়ে গেল ৷’’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘ভারতের সফল চন্দ্রাভিযান শুধু ভারতের নয়... পৃথিবীতে আমাদের উদ্দেশ্য হল এক পরিবার এক ভবিষ্যতের দৃষ্টিভঙ্গিকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া... চন্দ্রাভিযানও সেই একই মানবকেন্দ্রীয় মনোভাব থেকে হয়েছে ৷ তাই এই সাফল্য সমস্ত মানবতার ৷’’

আরও পড়ুন:চাঁদ ছুঁল চন্দ্রযান, ইতিহাসে ভারত 'বিক্রম'!

পরে তিনি দক্ষিণ আফ্রিকা থেকেই ফোনে কথা বলেন ইসরোর প্রধান এস সোমনাথের সঙ্গে ৷ তিনি এই সাফল্যের জন্য সোমনাথ ও এই চন্দ্রাভিযানের সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানান ৷ খুব শীঘ্রই সামনাসামনি দেখা করে অভিনন্দন জানাবেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ মজা করে ইসরোর প্রধানকে তিনি বলেছেন, ‘‘সোমনাথজি আপনার নাম তো সোমনাথ ৷ সোমনাথ নাম তো চাঁদের সঙ্গেই যুক্ত ৷’’

এই সাফল্যের জন্য ইসরোকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ তিনি বলেন, ‘‘আমি ইসরো, চন্দ্রযান-3 মিশনে জড়িত সবাইকে অভিনন্দন জানাই এবং তাদের আরও বড় সাফল্য কামনা করি ৷ চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান-3 অবতরণ করিয়ে বিজ্ঞানীরা ইতিহাস গড়েছেন ৷ ভারতকে গর্বিত করেছেন ৷’’

সংবাদসংস্থা - পিটিআই

Last Updated : Aug 23, 2023, 8:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details