পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Narendra Modi: মাইক ব্যবহারের সময় পেরিয়ে যাওয়ায় ভাষণ দিলেন না মোদি - ভাষণ দিলেন না মোদি

শুক্রবার রাতে রাজস্থানের সিরোহীতে সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ৷ রাত 10টার পর তিনি সেখানে পৌঁছান ৷ ততক্ষণে মাইক ব্যবহারের সময় পেরিয়ে গিয়েছে ৷ সেই কারণে ভাষণ না দিয়েই সভাস্থল ছাড়েন প্রধানমন্ত্রী (Modi Skips Address to obey Loudspeaker Norms) ৷

pm-narendra-modi-reaches-rajasthan-rally-venue-late-skips-address-to-obey-loudspeaker-norms
PM Narendra Modi: মাইক ব্যবহারের সময় পেরিয়ে যাওয়ায় ভাষণ দিলেন না মোদি

By

Published : Oct 1, 2022, 10:02 AM IST

সিরোহী (রাজস্থান), 1 অক্টোবর : রাত 10টার পর মাইক ব্যবহার নিষিদ্ধ ৷ সেই কারণে সভাস্থলে পৌঁছেও ভাষণ দিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিরোহীতে ৷

সেখানকার আবু রোড এলাকায় ওই সভার আয়োজন করেছিল বিজেপি (BJP) ৷ মূল বক্তা ছিলেন নরেন্দ্র মোদি ৷ সেই কারণে বিজেপির কর্মী-সমর্থকরা দলে দলে সভাস্থলে ভিড় করেছিলেন ৷ বছরখানেক পরই রাজস্থানে বিধানসভা নির্বাচন (Rajasthan Assembly Elections) ৷ তাই সেই দিকে নজর রেখে মোদি কী বলেন, সেটাই শুনতে চেয়েছিল গেরুয়া শিবির ৷

কিন্তু সভাস্থলে মোদি যখন পৌঁছান, তখন রাত 10টা পেরিয়ে গিয়েছে ৷ ততক্ষণে মাইক ব্যবহারের সময়সীমা পেরিয়ে গিয়েছে ৷ তাই ভাষণ দেওয়া থেকে নিজেকে বিরত রাখেন মোদি ৷ মাইকের ব্যবহার না করেই উপস্থিত জনতাকে বলেন, ‘‘আমার আসতে দেরি হয়ে গেল ৷ রাত 10টা এখন৷ আমার আত্মা বলছে যে আমি যেন নিয়ম-কানুন মেনে চলি ৷ তাই আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি ৷’’

এর পর তিনি জানান, এদিন তিনি ভাষণ দিতে না পারলেও আগামিদিনে অবশ্যই আসবেন ৷ তখন সুদ সমেত এদিনে ক্ষতি পূরণ করে দিয়ে যাবেন রাজস্থানবাসীর জন্য ৷ প্রধানমন্ত্রীর এই আচরণের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বিজেপির নেতারা ৷ সোশ্যাল মিডিয়াতেও মোদির ভাষণের এই ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেখানেই অনেকে এই পদক্ষেপের প্রশংসা করেছেন ৷

প্রসঙ্গত, এদিন রাজস্থানের দক্ষিণ অংশে ওই সভা ছিল ৷ আশপাশের প্রায় 40টি বিধানসভা কেন্দ্রের গেরুয়া কর্মী-সমর্থকদের হাজির করেছিলেন বিজেপির স্থানীয় নেতারা ৷ তাছাড়া সিরোহী গুজরাত সীমানায় অবস্থিত ৷ মাস দুয়েক পরই ওই রাজ্যে বিধানসভা নির্বাচন (Gujarat Assembly Elections) ৷ তাই রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, খুব শিগগিরই মোদি সেখানে আবার সভা করতে যাবেন সিরোহীতে ৷

এর আগে এদিন গুজরাতে একটি সমাবেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী ৷ তার পর ওই রাজ্যের বনসকাঁথা জেলায় অবস্থিত অম্বাজি মন্দিরে যান ৷ সেখানে পুজো দেন৷ তার পর ওই সিরোহীর সভাস্থলে পৌঁছানে তিনি ৷

আরও পড়ুন :অ্যাম্বুলেন্সকে জায়গা দিতে কনভয় দাঁড় করালেন মোদি

ABOUT THE AUTHOR

...view details