নয়াদিল্লি, 7 ডিসেম্বর : বিজেপি সাংসদদের সংসদে উপস্থিতির হার নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi raises attendance issue of BJP MPs in Parliament) ৷ মঙ্গলবার নয়াদিল্লিতে বিজেপির সংসদীয় দলের বৈঠক হয় ৷ সেখানেই প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে (PM Modi is unhappy with party MPs attendance in Parliament) ৷
ওই সূত্রের দাবি, শুধু ক্ষোভ প্রকাশ করেই থেমে যাননি প্রধানমন্ত্রী ৷ বরং সতীর্থদের হুঁশিয়ারিও দিয়েছেন ৷ সরাসরি জানিয়েছেন, সাংসদরা যদি নিজেদের বদল না করেন ৷ তাহলে সময়ের সঙ্গে সঙ্গে তাঁদেরও বদলে দেওয়া হতে পারে ৷
এদিন নয়াদিল্লির আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে এই বৈঠক হয় ৷ এই প্রথম সংসদ ভবনের বাইরে বিজেপির সংসদীয় দলের বৈঠক (BJP Parliamentary Party Meeting) হল ৷ বৈঠকের পর সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানান, সাংসদদের নিজস্ব এলাকায় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ৷
তবে বিজেপি সূত্রের খবর, সংসদে সাংসদদের উপস্থিতি নিয়ে এদিনের বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সাংসদদের রোজ সংসদে উপস্থিত থাকার কথাও বলেন তিনি ৷ মোদি সাংসদদের সামনে শিশুদের উদাহরণ টানেন ৷ জানান, শিশুদের বললেও তারা এক ভুল বারবার করে না ৷