পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bhavinaben Patel : ভাবিনার সাফল্যে উচ্ছ্বসিত কোবিন্দ-মোদি-মমতা; টুইট-প্রশংসা সচিনের

দেশের জন্য রুপো জিতে প্যারালিম্পিকসে ইতিহাস গড়েছেন ভাবিনাবেন প্যাটেল ৷ তাঁকে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

কোবিন্দ-মমতা-মোদি
কোবিন্দ-মমতা-মোদি

By

Published : Aug 29, 2021, 10:34 AM IST

Updated : Aug 29, 2021, 11:36 AM IST

নয়াদিল্লি, 29 অগস্ট : প্যারালিম্পিকসে ইতিহাস গড়ে দেশের জন্য রুপো এনেছেন টেবিল টেনিস তারকা ভাবিনাবেন প্যাটেল । তাঁকে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাদ রইলেন না লিটল মাস্টার সচিন তেন্ডুলকরও ৷

"ভাবিনাবেন পটেলের এই রুপো জেতা বহু খেলোয়াড়কে ও খেলাপ্রেমীকে উৎসাহিত করবে৷ তোমার অনবদ্য দৃঢ়তা আর দক্ষতা ভারতকে গৌরবান্বিত করেছে ৷" টুইট করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷

"অবিস্মরণীয়, ভাবিনা প্যাটেল ইতিহাস লিখেছেন৷ তিনি ঐতিহাসিক রুপোর মেডেল ঘরে এনেছেন ৷ এর জন্য তাঁকে শুভেচ্ছা জানাই ৷ তাঁর জীবনের যাত্রাপথ অনেকের জন্য প্রেরণাদায়ক এবং আরও অনেক তরুণ খেলোয়াড়কে ক্রীড়াজগতে আসতে অনুপ্রাণিত করবে ৷" শুভেচ্ছা জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন, "এই ঐতিহাসিক জয়ের জন্য আমরা অত্যন্ত গর্বিত৷ ভাবিনা প্যাটেলকে রুপো জেতার জন্য আন্তরিক অভিনন্দন জানাই৷ ভবিষ্যতে তোমার সব প্রচেষ্টা সফল হোক ৷"

ভাবিনার সাফল্যে উচ্ছ্বসিত সচিন তেন্ডুলকর টুইট করলেন, "জাতীয় ক্রীড়া দিবসে সবার জন্য এটা দারুণ খবর ! ভাবিনা প্যাটেলকে রুপো জেতার জন্য শুভেচ্ছা ৷ এটা একটা ঐতিহাসিক প্রাপ্তি! ক্রীড়া প্রতিযোগিতায় জেতা প্রতিটি মেডেল লক্ষ লক্ষ মানুষকে উৎসাহিত করবে এবং ভবিষ্যতে আরও বেশি করে জেতার বীজ বপন করবে৷ প্যারালিম্পিক্সে এটা একটা দারুণ শুরু৷"

Last Updated : Aug 29, 2021, 11:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details