আলিগড়, 14 সেপ্টেম্বর : বিজ্ঞাপন বিতর্কে কিছুটা হলেও উত্তরপ্রদেশ সরকারের ভাবমূর্তিতে আঘাত পড়েছে ৷ যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) ডাবল ইঞ্জিন সরকার (Double-Engine Government) নিয়ে তোপ দেগেছে তৃণমূল ৷ এ বার যোগীর ঢাল হয়ে নিজেই দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ বিজ্ঞাপন বিতর্কের একদিন পরই তাঁর মুখে দরাজ প্রশংসা শোনা গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ৷ মোদি বললেন, "ডাবল ইঞ্জিন সরকারের ডাবল সুবিধের উজ্জ্বল দৃষ্টান্ত হল উত্তরপ্রদেশ ৷"
আলিগড়ে রাজা মহেন্দ্র প্রতাপ সিং স্টেট ইউনিভার্সিটির উদ্বোধনে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "একটা সময়ে দেশের উন্নয়ন থমকে যেত উত্তরপ্রদেশে ৷ আর আজ দেশের সর্বোচ্চ উন্নয়নমূলক প্রচারে উঠে এসেছে এই রাজ্য, এটা আমার কাছে দারুণ তৃপ্তির ব্যাপার ৷" কেন্দ্রে ও উত্তরপ্রদেশে বিজেপি সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে মোদি বলেন, "জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রের বিনিয়োগকারীদের পছন্দের গন্তব্য হয়ে উঠছে উত্তরপ্রদেশ ৷ এটা তখনই ঘটে, যখন কোনও জায়গায় অনুকূল পরিবেশ লালন করা হয় এবং প্রয়োজনীয় উপাদানগুলি জোগান দেওয়ার ব্যবস্থা করা হয় ৷ আজ উত্তরপ্রদেশ ডাবল ইঞ্জিন সরকারের ডাবল সুবিধের উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে ৷"
আরও পড়ুন:Mamata Banerjee : মমতার বিরুদ্ধে হলফনামায় তথ্যগোপনের অভিযোগে কমিশনের দ্বারস্থ বিজেপি