নয়াদিল্লি, 15 ডিসেম্বর : লৌহমানব তথা দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের 71 তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi Pays Tribute to Sardar Vallabhbhai Patel) ৷ টুইটারে সর্দার বল্লভভাই প্যাটেলকে সম্মান জানিয়ে একটি পোস্ট করেন তিনি ৷ যেখানে দেশের হয়ে অক্লান্ত এবং পাহাড় প্রমাণ সেবার জন্য তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন মোদি ৷
প্রধানমন্ত্রী তাঁর টুইটে লেখেন, ‘‘সর্দার প্যাটেলের পূণ্যতিথিতে তাঁর স্মরণে শ্রদ্ধা জানাই (Death anniversary of Sardar Vallabhbhai Patel) ৷ দেশকে একজোট রাখতে তাঁর অক্লান্ত পরিশ্রম, তাঁর প্রশাসনিক দক্ষতা এবং পাহাড় প্রমাণ সেবার জন্য ভারত সবসময় তাঁর কাছে কৃতজ্ঞ থাকবে ৷’’