দিল্লি, 23 জানুয়ারি : কেউ বললেন, ভারতমাতার প্রকৃত সন্তান ৷ কারও মতে, তিনিই হলেন সত্যিকারের নেতা ৷ দেশকে স্বাধীন করতে যিনি নিজের সর্বস্ব ত্যাগ করেছিলেন সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর আজ 125তম জন্মজয়ন্তী ৷ শনিবার সকাল থেকে সোশাল মিডিয়ায় নেতাজিকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখলেন, "নেতাজি হলেন আমাদের অন্যতম প্রিয় জাতীয় বীর ৷ যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে অসামান্য অবদান রেখেছেন । নেতাজির দেশাত্মবোধ ও আত্মোৎসর্গ আমাদের সর্বদা অনুপ্রাণিত করে । স্বাধীনতার যে ভাবনাকে তিনি আমাদের উপর ন্যস্ত করেছেন তাকে শক্তিশালী করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ ।"
চলতি বছর থেকে নেতাজির জন্মদিন 'পরাক্রম দিবস' হিসেবে পালন করার ঘোষণা করেছে কেন্দ্র সরকার ৷ এই উপলক্ষে আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিকে দিনটিকে 'দেশনায়ক দিবস' হিসেবে পালন করতে চায় রাজ্য সরকার ৷ এই আবহেই টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখলেন, "স্বাধীনতা সংগ্রামী এবং ভারত মাতার প্রকৃত সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুকে তাঁর জন্মজয়ন্তীতে শত কোটি প্রণাম ৷ স্বাধীনতার জন্য তাঁর ত্যাগ ও সমর্পণকে সর্বদা মনে রাখবে এই কৃতজ্ঞ দেশ ৷" তিনি আরও লেখেন, "পশ্চিমবঙ্গের ভাইবোনেরা পরাক্রম দিবসের এই শুভ দিনটিতে আপনাদের মধ্যে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি । কলকাতায় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা বীর সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধার্ঘ্য জানাব ৷"
আজকের দিনে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার ৷ পাশাপাশি দিনটিকে দেশনায়ক দিবস হিসেবে পালন করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইটারে নেতাজিকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি সারাদিনের কর্মসূচি কী কী থাকবে তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি লেখেন, "125তম জন্মজয়ন্তীতে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধার্ঘ্য ৷ তিনি ছিলেন একজন প্রকৃত নেতা এবং মানুষের একতায় সর্বদা বিশ্বাস করতেন ৷ আজকের দিনটি দেশনায়ক দিবস হিসেবে পালিত হবে ৷ আগামী বছরের 23 জানুয়ারি পর্যন্ত রাজ্য সরকার বছরব্যাপী নেতাজির জন্মজয়ন্তী উদযাপনের জন্য কমিটি গঠন করেছে ৷" তিনি জানান, বিশাল পদযাত্রার পাশাপাশি এবছর কলকাতায় প্রজাতন্ত্র দিবসের প্যারেড নেতাজিকে উৎসর্গ করা হবে ৷ দুপুর 12:15 মিনিটে বাজবে সাইরেন ৷ সেইসময় সকলকে শঙ্খ বাজানোর অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে আজকের দিনটি জাতীয় ছুটি ঘোষণা করার কথা বলেছেন তিনি ৷ এছাড়া রাজারহাটে আজাদ হিন্দ ফৌজ নামে একটি মনুমেন্ট তৈরির ঘোষণা করেছেন তিনি ৷
নেতাজির জন্মজয়ন্তীতে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও ৷ স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, "নেতাজি সুভাষচন্দ্র বসুর সাহস এবং পরাক্রম তাঁর ভারতের স্বাধীনতা সংগ্রামকে নতুন শক্তি প্রদান করেছে ৷ কঠিন পরিস্থিতিতে নিজের ক্যারিশ্মায় দেশের যুবশক্তিকে সংগঠিত করেছিলেন তিনি ৷ স্বাধীনতা আন্দোলনের এমন মহানায়ককে তাঁর 125তম জন্মদিনের শত শত প্রণাম ৷"
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লেখেন, "ভারতের স্বাধীনতা সংগ্রামের এক মহানায়ক ৷ যিনি দেশের স্বাধীনতার জন্য নিজের সর্বস্ব ত্যাগ করে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন ৷ জন্মজয়ন্তীতে ওঁকে প্রণাম জানাই ৷ ওঁর সাহস এবং পরাক্রম ভবিষ্যৎ প্রজন্মকে প্রেরণা দেবে ৷"