নয়াদিল্লি, 15 অক্টোবর: রবিবার দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের 92তম জন্মবার্ষিকী ৷ যিনি দেশবাসীর কাছে 'মিসাইল ম্যান' নামেই বিশেষ পরিচিত ৷ রবিবার সকালে তাঁকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
1931 সালের 15 অক্টোবর তামিলনাড়ুর এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন এপিজে আব্দুল কালাম ৷ তবে বিজ্ঞানের প্রতি তাঁর ভালোবাসা এবং অদম্য মনোবলের জেরে দারিদ্র্য তাঁর জীবনে বাধা হয়নি ৷ প্রধানমন্ত্রী সোশাল মিডিয়ায় লেখেন, "দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এপিজে আব্দুল কালামকে তাঁর জন্মজয়ন্তীতে আমার শ্রদ্ধা জানাই ৷ তাঁর বিনয়পূর্ণ ব্যবহার, বিজ্ঞানে প্রতিভার জন্য তিনি আজও মানুষের কাছে প্রিয় ৷ দেশ গড়ার ক্ষেত্রে তাঁর অতুলনীয় অবদান মানুষ সবসময় মনে রাখবে ৷"
ভারতের মিসাইল প্রযুক্তিতে অবদানের জন্য আজও স্মরণীয় ডঃ এপিজে আব্দুল কালাম ৷ 1960 সালে তিনি প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও-তে যোগ দেন ৷ 1969 সালে স্যাটেলাইট লঞ্চ ভেহিকলের প্রজেক্ট ডিরেক্টর হন তিনি ৷ পৃথিবীর চারদিকে রোহিণী সিরিজের স্যাটেলাইট উৎক্ষেপণে তাঁর ভূমিকা অনস্বীকার্য ৷ 1969 সালেই তিনি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে যোগ দেন ৷ তাঁর প্রথম প্রজেক্ট এসএলভি-3 অবশ্য ব্যর্থ হয় ৷