নয়াদিল্লি, 15 অক্টোবর: ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের 91তম জন্মদিন শনিবার (Today 91st is the birth anniversary of former president of India APJ Abdul Kalam) । দেশের প্রাক্তন প্রথম নাগরিককে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Paid Homage to former president of India APJ Abdul Kalam ) । তিনি বলেন, এপিজে আব্দুল কালামকে ভারতীয় সমাজের প্রতিটি অংশ বিজ্ঞানে তাঁর অবদান এবং রাষ্ট্রপতি হিসেবে তাঁর ভূমিকার জন্য মনে রেখেছে ।
PM Pays Tribute to APJ Abdul Kalam: জন্মদিনে 'মিসাইল ম্যান'কে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী মোদির - PM Modi Paid Homage to former
দেশের প্রাক্তন প্রথম নাগরিককে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Paid homage to former President)
PM Pays Tribute to APJ Abdul Kalam
2002 থেকে 2007 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন এই 'মিসাইল ম্যান' (He was the Mssile Man of India) । রাইসিনা হিলসের বাসিন্দা থাকাকালীন সাধারণ মানুষের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল । বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ করে ছাত্র-ছাত্রীরা হাজির আছেন এমন অনুষ্ঠানে যোগদান করতে বরাবরই খুশি হতেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি । এরকমই একটি সভায় বক্তব্য পেশ করতে গিয়ে 2015 সালের 27 জুলাই প্রয়াত হন দেশের সবার প্রিয় 'পিপিলস প্রেসিডেন্ট' ।
Last Updated : Oct 15, 2022, 1:18 PM IST