পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

26/11 Mumbai Terror Attack : ভারত কখনও মুম্বই হামলার ক্ষত ভুলতে পারবে না, বার্তা প্রধানমন্ত্রীর - India summoned Senior Pakistani Diplomat

2008 সালের 26 নভেম্বর মুম্বইয়ে ওই সন্ত্রাসবাদী হামলা (26/11 Mumbai Terror Attack) হয়েছিল ৷ প্রাণ গিয়েছিল ভারত-সহ 15টি দেশের 166 জনের ৷ বিদেশমন্ত্রকের তরফে দেওয়া এক ভিডিয়োয় প্রধানমন্ত্রী নিহতদের শ্রদ্ধা জানান (pm narendra modi pay homage to 26/11 victims) ৷

pm narendra modi pay homage to 2611 mumabi terror attack victims
26/11 Mumbai Terror Attack : ভারত কখনও মুম্বই হামলার ক্ষত ভুলতে পারবে না, বার্তা প্রধানমন্ত্রীর

By

Published : Nov 26, 2021, 5:00 PM IST

নয়াদিল্লি, 26 নভেম্বর : 26/11-র ক্ষত কোনওদিনই ভুলে যাওয়া যাবে না ৷ শুক্রবার মুম্বইয়ের ওই সন্ত্রাসবাদী হামলার (26/11 Mumbai Terror Attack) স্মৃতিচারণ করতে গিয়ে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷

এদিন ওই সন্ত্রাসবাদী হামলার 13 বছর পূর্ণ হল (13th Anniversary of the 26/11) ৷ সেই নিয়ে বিদেশমন্ত্রকের তরফে একটি ভিডিয়ো টুইট করা হয়েছে ৷ সেখানেই প্রধানমন্ত্রীর এই বার্তা রয়েছে ৷

আরও পড়ুন :Celebrities remembering 26/11 Mumbai Attacks: ভুলব না, ক্ষমা করব না ! 13 বছর পূর্তিতে বলি সেলেবদের পোস্টে 26/11

অন্যদিকে বিদেশমন্ত্রকের তরফে এদিন নয়াদিল্লিতে পাকিস্তানের হাইকমিশনের এক শীর্ষ কূটনীতিককে ডেকে পাঠানো হয় (India summoned Senior Pakistani Diplomat) ৷ সেখানে তাঁকে বলা হয়, 26/11-র অভিযুক্তদের শাস্তি দিতে হবে ৷ ওই হামলায় 15টি দেশের 166 জন প্রাণ হারিয়েছেন ৷ সেই পরিবারগুলি সুবিচারের জন্য আর কতদিন অপেক্ষা করবে, সেই প্রশ্নও তোলা হয়েছে সেখানে ৷

মুম্বই হামলা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য

এদিন ওই ভিডিয়ো বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘‘মুম্বই হামলায় যাঁরা মারা গিয়েছেন, তাঁদের প্রতি আমি শ্রদ্ধা জানাই ৷ ওই হামলায় অনেক সাহসী পুলিশ আধিকারিক শহিদ হয়েছেন ৷ আমি তাঁদেরও শ্রদ্ধা জানাই ৷ ভারত কখনও মুম্বই হামলার ক্ষত ভুলতে পারবে না ৷’’ একই সঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, বর্তমানে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন নীতি ও নতুন পদ্ধতি নিয়ে লড়াই করছে ৷

পাকিস্তানকে ভারতের কড়া বার্তা

বিদেশমন্ত্রক এদিন আরও একবার স্পষ্ট করেছে যে, ওই হামলার ছক পাকিস্তান থেকেই কষা হয়েছিল ৷ তাই এই নিয়ে পাকিস্তানের দু’রকম অবস্থান ছেড়ে দেওয়া উচিত বলে মনে করে ভারত ৷ সেটাও এদিন ওই পাক-কূটনীতিককে জানানো হয়েছে বিদেশমন্ত্রকের তরফে ৷

আরও পড়ুন :13th anniversary of 26/11 Attack : 13 বছরেও ফিকে হয়নি মুম্বইয়ের সন্ত্রাসবাদী হামলা, টুইট অমিত শাহের

বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, পাকিস্তান সরকার ওই দেশের মাটিকে ব্যবহার করে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিল ৷ সেখান থেকে ভারতের বিরুদ্ধে যাতে সন্ত্রাসবাদী কোনও কাজকর্ম না হয়, তার উপরও নজরদারি চলবে বলে জানিয়েছিল পাকিস্তান ৷ সেই প্রতিশ্রুতিও পালন করার কথা আরও একবার পাকিস্তানকে মনে করিয়ে দেওয়া হয়েছে ৷ আর ভারতের তরফে বলা হয়েছে, ওই হামলায় নিহতদের পরিবারকে সুবিচার পাইয়ে দিতে ভারত কখনওই হাল ছাড়বে না ৷

26/11 মুম্বই হামলা

মুম্বইয়ে ওই সন্ত্রাসবাদী হামলা হয়েছিল 2008 সালের 26 নভেম্বর ৷ সেই রাতে পাকিস্তান থেকে জলপথে 10 জন লস্কর-ই-তইবা (Lashkar-e-Taiba) জঙ্গি মুম্বইয়ে হাজির হয়েছিল ৷ তাদের চালানো এলোপাথাড়ি গুলিতে 166 জন মারা যান ৷ তালিকায় 18 জন নিরাপত্তারক্ষী ছিলেন ৷ প্রায় 60 ঘণ্টার লড়াইয়ের পর বাণিজ্য়নগরীকে সেই সময় জঙ্গিমুক্ত করা গিয়েছিল ৷

আরও পড়ুন :13th anniversary of 26/11 attack : 26/11-র 13 বছর, আজও ট্র্যাপিজের সুতোয় ভারত-পাক সম্পর্ক

ভারত ছাড়াও যে 14টি দেশের নাগরিকরা প্রাণ হারিয়েছিলেন, শুক্রবার সেই সব দেশেও 26/11-র স্মরণে অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেখানে ভারতীয় দূতাবাসের আধিকারিকরা উপস্থিত ছিলেন ৷ এছাড়াও ছিলেন সেই দেশের সরকারি আধিকারিক ও নিহতদের পরিবারবর্গ ৷

ABOUT THE AUTHOR

...view details