নয়াদিল্লি, 26 মার্চ : করোনা প্যানডেমিক পরবর্তী পরিস্থিতিতে এই প্রথম বিদেশ সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার আগে বাংলাদেশের একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তাঁকে নিয়ে একটি প্রতিবেদন ৷ যে প্রতিবেদনে মোদি বাংলাদেশ সম্বন্ধে নানা কথা বলেছেন ৷
সেখানে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ আরও দৃঢ় করার অঙ্গীকার করেছেন তিনি ৷ ইতিবাচক মনোভাব নিয়ে প্রতিবেশী সুলভ সম্পর্ক রক্ষার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷
পাশাপাশি মোদি আক্ষেপ করেছেন যে ‘বঙ্গবন্ধু’কে যদি হত্যা না করা হত তাহলে উপমহাদেশ উন্নতির কোথায় পৌঁছাতে পারত ৷ তিনি জানিয়েছেন, বঙ্গবন্ধু থাকলে বাংলাদেশ ও আশপাশের অঞ্চল একেবারে অন্যভাবে এগিয়ে যেত ৷ তিনি ওই লেখার মাধ্যমে তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনও করেছেন ৷